গত ২ অক্টোবর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে মহালয়ায় দুর্গাসংগীত অনুষ্ঠান আয়োজনের পর আবারো ১২ অক্টোবর ২০২৪ শনিবার সন্ধ্যা ৭টায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবমীর দিনে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র দুর্গা সংগীতের অনুষ্ঠান আয়োজন করে।
গত ১১ই অক্টোবর ২০২৪ শুক্রবার অষ্টমীতে ঢাকা মহানগরীর বারিধারা পূজা মন্ডপে সন্ধ্যা ৭ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গা সংগীতের আসর অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বাঁশরীর কণ্ঠশিল্পী ও কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পীগণ।
প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গা সংগীত বিভিন্ন মন্দিরে পরিবেশন করে আসছে। এই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৪ সন্ধ্যা ৭টায় ৭মীতে ঢাকার খামারবাড়ি পূজামণ্ডপ ও রামকৃষ্ণ মিশনে বাঁশরীর শিল্পীবৃন্দ “জয় দুর্গে, জয় দুর্গে”……, “আনন্দ রে আনন্দ”……, “ওরে আয় অশুচি, আয়রে পতিত”……, “মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে”….,দুর্গাসংগীত পরিবেশন করেন। পাশাপাশি নজরুল রচিত কবিতা আবৃত্তি করেন চন্দ্রিমা দেয়া।
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র প্রতিবছর ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দিরে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গাসংগীতের আসর আয়োজন করে থাকে। প্রতিবারের ন্যায় এবারও বাঁশরী ঢাকা মহানগরীর বিভিন্ন মন্দিরে “শ্রী শ্রী দুর্গাসংগীতের আসর” শিরোনামে কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গাসংগীতের অনুষ্ঠান আয়োজন করছে।
বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র প্রতিবছর শোকের মাস "মহররম" উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া গান ও কবিতা গানের আয়োজন করে থাকে।
গত ৯ ও ১০শে ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বাঁশরীর আয়োজনে দু’দিন ব্যাপী লেটোগান ও অভিনয় বিষয়ক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়।
মানবতার কবি কাজী নজরুল ইসলাম- এর জন্মদিনকে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস হিসেবে প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে গত ১লা জুন ২০২৩/ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র এক অনুষ্ঠানের আয়োজন করে। কাজী নজরুল ইসলাম-এর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে “মানবতার এই মহা-যুগে একবার গণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে, তুমি ব্রাহ্মণ নও, শুদ্র নও, হিন্দু নও, মুসলমান নও, তুমি মানুষ- তুমি সত্য” কাজী নজরুল ইসলামের এই মূলমন্ত্রকে উপজীব্য করে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস উদযাপিত হয়।
কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই কবি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি।