বিনামূল্যে সংগীত প্রশিক্ষণ

বিনামূল্যে সংগীত প্রশিক্ষণ

নজরুল চর্চা বেগবান করার জন্য বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র  কিছু জেলায় নজরুল সংগীত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই সংগীত প্রশিক্ষণ কার্যক্রমে বরিশালে তারক নট্ট, বাগেরহাটে সুপ্রকাশ বিশ্বাস, রাজশাহীতে রুম্মান হোসেন দৃষ্টি, মাগুরায় বিপুল রায়, চুয়াডাঙ্গায় নিশাত শারমিন সোনিয়া, ময়মনসিংহে অন্বেষা দাস, মৌলভীবাজারে প্রিয়াঙ্কা বর্মণ, কুমিল্লার মুরাদনগরে মোঃ রফিকুল ইসলাম, মৌলভীবাজারের কুলাউড়ায় বাবুল চন্দ্র দাস, ঢাকার সাভারে পরদেশী সিদ্দিক, গাজীপুরের পুবাইলে সুমন চন্দ্র দাস বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করছেন।

এছাড়াও নিম্নে উল্লিখিত জেলায় প্রশিক্ষণ শেষে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছেন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষকগণ । জেলাগুলো হচ্ছে- খুলনা, শরীয়তপুর, ফরিদপুর, কুষ্টিয়া, রংপুর, বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, নড়াইল, রাজবাড়ি ও পাবনা। ইদ-উল-ফিতরের পর এসব জেলায় পর্যায়ক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত নজরুল সংগীত প্রশিক্ষকদের নিয়োগ দেওয়া হবে।

এছাড়াও শুদ্ধ বাণী ও সুরে মাধ্যমিক ও উচ্চতর এ দুই ক্যাটাগরিতে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র থেকে বিনামূল্যে অনলাইনে নজরুল সঙ্গীত প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চতর শ্রেণিতে নজরুল সংগীতের  তালিম প্রদান করছেন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী সালাহ উদ্দিন আহমদ। মাধ্যমিক শ্রেণিতে অনলাইনে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ দিচ্ছেন ড. পরিতোষ মণ্ডল। নজরুল সঙ্গীতের আরেকটি উল্লেখযোগ্য বিশেষ ধারা হচ্ছে দুর্গা সঙ্গীত ও শ্যামা সংগীত । বাঁশরী এই দুর্গা সঙ্গীত ও শ্যামা সংগীত শেখানোর উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রশিক্ষক হিসেবে আছেন নজরুল সংগীতশিল্পী সুদাম কুমার বিশ্বাস। জুম অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংগীত প্রশিক্ষণের রেকর্ডকৃত ভিডিওগুলো পরবর্তীতে সর্বসাধারণের সুবিধার্থে ইউটিউবে আপলোড করা হয় যা সবার জন্য উন্মুক্ত।

উচ্চতর শ্রেণির নজরুল সংগীত প্রশিক্ষণের ইউটিউব লিঙ্ক: 

https://www.youtube.com/watch?v=ZsLRofZDSus&list=PLLodmo5m15hPFC1zTVgBJApVN242S__9D

মাধ্যমিক শ্রেণির অনলাইন নজরুল সঙ্গীত প্রশিক্ষণের ইউটিউব লিঙ্ক: 

https://www.youtube.com/watch?v=8EW8OUXzG_c

দুর্গা সংগীতের অনলাইন নজরুল সঙ্গীত প্রশিক্ষণের ইউটিউব লিঙ্ক: 

https://www.youtube.com/watch?v=vyZtgnSziSc

শ্যামা সংগীতের অনলাইন নজরুল সঙ্গীত প্রশিক্ষণের ইউটিউব লিঙ্ক: 

https://www.youtube.com/watch?v=L2p6hpTOCZ4

শিশু-কিশোরদের এক বছর মেয়াদী নজরুল সংগীত প্রশিক্ষণ কোর্স: 

ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত শুদ্ধ সুর ও বাণীতে প্রচারের উদ্দেশ্যে আমরা শিশু-কিশোরদের নিয়ে  ১বছর মেয়াদী শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কোর্স শুরু করেছি।

বয়সসীমা: অনুর্ধ্ব ১৮ বছর। 

ক্লাস সময়: ০১.৩০ ঘন্টা 

সনদ: ৪৫টি ক্লাসের মধ্যে ৪০টি ক্লাসে উপস্থিত থাকা সাপেক্ষে বাঁশরী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করবে।