Tribute to Nazrul

কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি Tribute to Kazi Nazrul Islam

বাঁশরী প্রতিষ্ঠার দিন ২০ কার্তিক, ১৪২১ বঙ্গাব্দ (৪ঠা নভেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ) থেকে প্রতিদিন সকাল ১১টায় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকে। ৪ঠা নভেম্বর, ২০১৪ সালে কবির সমাধিবেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে “বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র”র শুভ সূচনা হয়। এই দিনে উপস্থিত ছিলেন বাঁশরীর প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোঃ খালেকুজ্জামান, বাঁশরীর সহ-প্রতিষ্ঠাতা দেবী সুচিত্রা হাজং, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সাবেক সিইও প্রয়াত জনাব ওয়াহিদুর রহমান, বাঁশরীর সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন,  বাঁশরীর ম্যানেজার মোসলেম উদ্দিন, শফিক আহমেদ, রমজান আলী, কামাল হোসেন, প্রতাপ হাজং, মিঠুন কুমার কোচ, আনিসুর রহমান, সারাবান তহুরা ও জয়ন্ত হাজং।