ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান

ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান

প্রতিষ্ঠাতা সভাপতি

বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র'র প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। এছাড়াও তিনি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)  এর প্রতিষ্ঠাতা।  শিক্ষাগত দিক দিয়ে তিনি একজন প্রকৌশলী। তিনি জার্মানির বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে শক্তি প্রকৌশলে এমএস এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন । তিনি ২০১৪ সালের ৪ নভেম্বর বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র'র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মানবতা, দ্রোহ, সাম্য ও সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের সাম্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির বাণী সকল মানুষের মাঝে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন।  

মোঃ জাকির হোসেন

মোঃ জাকির হোসেন

সাধারণ সম্পাদক
বাঁশরীর প্রতিষ্ঠাকালীন যে কয়েকজন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে মোঃ জাকির হোসেন অন্যতম। সুচিত্রা হাজং এর পাশাপাশি তিনি বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানকে নজরুল চর্চায় সর্বদা যোগ্য সাহচর্য দিয়ে এসেছেন। বাঁশরী প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সকল কার্যক্রম নিষ্ঠা ও আত্মনিবেদনের মাধ্যমে তিনি পালন করে চলেছেন। বাঁশরী- একটি  নজরুল চর্চা কেন্দ্র'র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাঁশরীর সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনে (বন্ধু)  মনিটরিং বিভাগের এজিএম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।