কাজী নজরুল ইসলাম- এর জন্মদিনে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস উদযাপন (Inter Religious Harmony Day Observation on the Birthday of Kazi Nazrul Islam)

01 June 2023

কাজী নজরুল ইসলাম- এর জন্মদিনে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস উদযাপন (Inter Religious Harmony Day Observation on the Birthday of Kazi Nazrul Islam)

মানবতার কবি কাজী নজরুল ইসলাম- এর জন্মদিনকে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস হিসেবে প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে গত ১লা জুন ২০২৩/ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র এক অনুষ্ঠানের আয়োজন করে। কাজী নজরুল ইসলাম-এর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে “মানবতার এই মহা-যুগে একবার গণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে, তুমি ব্রাহ্মণ নও, শুদ্র নও, হিন্দু নও, মুসলমান নও, তুমি মানুষ- তুমি সত্য” কাজী নজরুল ইসলামের এই মূলমন্ত্রকে উপজীব্য করে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস উদযাপিত হয়।


বিকেল ৪টায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম- এ চারটি ধর্মের ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি উপলক্ষে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন বাঁশরীর শিল্পীবৃন্দ। “বিদ্রোহী” কবিতার শতবর্ষ উপলক্ষে বাঁশরীর উদ্যোগে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজী নজরুল ইসলামের কালজয়ী “বিদ্রোহী” কবিতা আবৃত্তি আয়োজন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে ঘোষিত পুরস্কারের চেক প্রদান করা হয়।



এরপর অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা হিসেবে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ কবি নজরুল রচিত নাটক “নীলকুঠি” পরিবেশন করে। নাটকটির মূল উপজীব্য তৎকালীন ব্রিটিশ শাসনামলে অবিভক্ত ভারতীয় উপমহাদেশে পশ্চিমা নীলকরদের দ্বারা এদেশের সাধারণ কৃষকদের ওপর অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক তাদের কৃষিজমিতে নীল চাষে বাধ্য করা এবং একপর্যায়ে অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ ও প্রতিরোধ। নাটকের কুশীলবদের প্রাঞ্জল অভিনয় ও প্রাণবন্ত উপস্থাপনায় নাটকটি পরিবেশিত হয়। প্রত্যাশিত দর্শক সমাগমের মধ্য দিয়ে এ আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে।