নবমীতে বাঁশরীর আয়োজনে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাসংগীতের অনুষ্ঠান ২০২৪  (Session of Durga Sangeet at Mirpur Central Temple on Nabami 2024)

12 October 2024

নবমীতে বাঁশরীর আয়োজনে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাসংগীতের অনুষ্ঠান ২০২৪ (Session of Durga Sangeet at Mirpur Central Temple on Nabami 2024)

গত ২ অক্টোবর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে মহালয়ায় দুর্গাসংগীত অনুষ্ঠান আয়োজনের পর আবারো ১২ অক্টোবর ২০২৪ শনিবার সন্ধ্যা ৭টায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবমীর দিনে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র দুর্গা সংগীতের অনুষ্ঠান আয়োজন করে।


এ আয়োজনে দুর্গা সংগীত পরিবেশন করেন শিল্পী ১. সুদাম কুমার বিশ্বাস ২. হৃদয় হোসেন ৩. স্বপন চন্দ্র দাস ৪. নাওশীন অমি ৫. রাজিয়া সুলতানা মিশি ৬. গোধুলী গোমেজ