.jpg)
27 August 2024
কবি নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও কবিকে “জাতীয় কবি” হিসেবে গ্যাজেটভুক্ত করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ (Paying Tribute to Poet Nazrul on His 48th Death Anniversary and Collecting Mass Signature in Demand of Declaring Nazrul as the Gazetted National Poet)
২৭ আগস্ট ২০২৪ বাংলা ১২ই ভাদ্র ১৪৩০, মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিসৌধে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র শ্রদ্ধা নিবেদন করে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে "জাতীয় কবি" হিসেবে গ্যাজেটভুক্ত করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে।
কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে বাঁশরীর একটি র্যালি সকাল ৭.৩০ মিনিটে শুরু হয়ে কবির সমাধিপ্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এরপর বাঁশরীর শিল্পীসহ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) কর্মী, কবির ভক্ত-অনুরাগীগণ পুষ্পস্তবক সহকারে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাঁশরীর শিল্পী ও কবির ভক্ত-অনুরাগীবৃন্দ
সমাধিপ্রাঙ্গণে “মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান”, “জয় হোক, জয় হোক”, “এ
কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী”, “চল চল চল, ঊর্ধ্ব গগণে বাজে মাদল, নিম্নে
উতলা ধরণী তল”, “কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট”, “দুর্গম গিরি কান্তার মরু”,
“মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল”, “তোরা সব জয়ধ্বনি কর!” প্রভৃতি
গান সমস্বরে গেয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পাশাপাশি কাজী নজরুল ইসলামকে “জাতীয় কবি” হিসেবে গ্যাজেটভুক্ত করার দাবিতে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচিতে নজরুলের ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাঁশরীর দাবির প্রতি একাত্মতা পোষণ করে স্বাক্ষর প্রদান করেন।
গণস্বাক্ষর সংগ্রহের বিষয়ে বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গ্যাজেটভুক্ত করার জন্য বাঁশরী দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করবে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর এই দুইমাস এ গণস্বাক্ষর অভিযান পরিচালনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, কবি নজরুলকে জাতীয় কবি হিসেবে গ্যাজেটভুক্ত করার দাবির সমর্থনে এ দুইমাসে সারা দেশ থেকে কমপক্ষে ৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা সম্ভব হবে। পরবর্তীতে এ স্বাক্ষর অন্তর্বর্তী সরকারের কাছে বিবেচনার জন্য হস্তান্তর করা হবে। তিনি সবাইকে নিজে স্বাক্ষর করার পাশাপাশি অন্যদেরও স্বাক্ষর করতে উৎসাহিত করার জন্য আহ্বান জানান।