10 February 2024
নজরুলের লেটোগান ও অভিনয় বিষয়ক কর্মশালা ২০২৪
গত ৯ ও ১০শে ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বাঁশরীর আয়োজনে দু’দিন ব্যাপী লেটোগান ও অভিনয় বিষয়ক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় মোট ১৩টি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করে- ১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ৪. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৫. শান্তা মরিয়ম ক্রিয়েটিভ ফ্যাকালিস্ট, ৬. নাট্যচক্র, ৭. ঢাকা পদাতিক, ৮. ঢাকা থিয়েটার মঞ্চ, ৯. মেঠোপথ থিয়েটার, ১০. থিয়েটার ৫২, ১১. নাট্য শিক্ষাঙ্গন, ১২. উদীচী ও ১৩. অনুস্বর।
কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। প্রধান অতিথির আসন অলংকৃত করেন কবি নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জাকীর হোসেন এবং সভাপতিত্ব করেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।
১০ ফেব্রুয়ারি কর্মশালা শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক জনাব এ এফ এম হায়াতুল্লাহ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন কর্মশালার প্রধান সমন্বয়ক জনাব গোলাম সরওয়ার। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে আমন্ত্রিত অতিথিগণ সনদপত্র বিতরণ করেন। কর্মশালাটির পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।