শ্যামাপূজা ও দীপাবলি ২০২৫ উপলক্ষে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী শ্যামা সংগীতের আসর (On the occasion of Shyama Puja and Diwali 2025, a musical evening of Shyama Sangeet composed by Kazi Nazrul Islam was held. )

20 October 2025

শ্যামাপূজা ও দীপাবলি ২০২৫ উপলক্ষে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী শ্যামা সংগীতের আসর (On the occasion of Shyama Puja and Diwali 2025, a musical evening of Shyama Sangeet composed by Kazi Nazrul Islam was held. )

বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান অবিস্মরণীয় ও অপরিহার্য এবং পাঠকসমাজে তাঁর সাহিত্যের আবেদন অনস্বীকার্য। তাঁর সাহিত্যের বিভিন্ন ধারা বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ এবং যোগ করেছে নতুন মাত্রা। তাঁর রচিত সংগীত, কবিতা, নাটক, প্রবন্ধ সমৃদ্ধ বাংলা সাহিত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তেমনি তাঁর সাহিত্যের আরেকটি সমৃদ্ধ ধারা হচ্ছে শ্যামাসংগীত। তবে পর্যাপ্ত প্রচারণার অভাবে নজরুল রচিত শ্যামাসংগীতের প্রসার আশানুরূপভাবে  ঘটেনি। বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র চেষ্টা করছে নজরুলের এই অনবদ্য শ্যামাসংগীত দেশের বিভিন্ন প্রান্তে প্রচারের মাধ্যমে প্রসার ঘটানোর।


এই প্রচেষ্টার ধারাবাহিকতায় বাঁশরী গত ২০ অক্টোবর সোমবার, ২০২৫ তারিখে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র সহপ্রতিষ্ঠাতা দেবী সুচিত্রা হাজং স্মরণে সদ্য নির্মিত দেবী সুচিত্রা হাজং শ্যামা মন্দিরে শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি ২০২৫ উপলক্ষে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী শ্যামা সংগীতের আসর আয়োজন করে। সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্যামা পূজা ও দীপাবলি উৎসবের সূচনা ঘটে। এরপর শ্যামাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বাঁশরীর শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।


বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাসের নেতৃত্বে এতে সংগীত পরিবেশন করেন শিল্পী রেহানা পারভীন হাসি, সুমায়া অনি, গোধুলী গোমেজ, জাবুল হোসেন, হৃদয় হোসেন, শাহেদুল ইসলাম প্রমুখ।


বাঁশরীর শিল্পীদের গান ছাড়াও এ অনুষ্ঠানে ছিল নানা বর্ণাঢ্য আয়োজন। নজরুল রচিত শ্যামাসংগীতের সাথে সংগীত পরিবেশন করেন শিশু নৃত্যশিল্পীরা। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘পদাবলি কীর্তন’ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত বাঁশরীর এ আয়োজনের উল্লেখযোগ্য মুহূর্তগুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন। 

দেবী সুচিত্রা হাজং শ্যামামন্দিরে অনুষ্ঠিত শ্যামাসংগীত আয়োজন ফেসবুক লাইভে দেখতে এখানে ক্লিক করুন।