শোকের মাস "মহররম" ২০২৪  উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া গান ও কবিতা (Marsia Song and Poetry Session Composed by Kazi Nazrul Islam  on the Occasion of  Moharram)

15 July 2024

শোকের মাস "মহররম" ২০২৪ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া গান ও কবিতা (Marsia Song and Poetry Session Composed by Kazi Nazrul Islam on the Occasion of Moharram)

বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র প্রতিবছর শোকের মাস "মহররম" উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া গান ও কবিতা আবৃত্তির আয়োজন করে থাকে।

প্রতিবারের ন্যায় এবারও বাঁশরী ঢাকা মহানগরীতে অবস্থিত বিভিন্ন শিয়া মসজিদে কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া সংগীত পরিবেশনের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে গত ১৪ জুলাই ২০২৪ মিরপুরের কারবালা মারকাজী ইমামবারগাহে মর্সিয়া গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন বাঁশরী'র শিল্পীগণ।  মর্সিয়া সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী সিদ্ধার্থ গোলদার ও হৃদয় হোসেন  এবং  কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী সজীব গাজী।


১৫ জুলাই ২০২৪ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত শিয়া জামে মসজিদে মর্সিয়া গান পরিবেশন করেন বাঁশরী'র শিল্পীবৃন্দ। মর্সিয়া সংগীতের এ পরিবেশনায় অংশগ্রহণ করেন বাঁশরীর শিল্পী রুমী আজনবী, সিদ্ধার্থ গোলদার, হৃদয় হোসেন, জাবুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তিতে ছিলেন বাঁশরীর শিল্পী সজীব গাজী। এ আয়োজনের সার্বিক পরিকল্পনা করেন বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র এর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।