বাঁশরীতে  "সংকল্প"  শীর্ষক বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  (The annual cultural competition titled "Sankalpa" was held at Bashori)

15 February 2025

বাঁশরীতে "সংকল্প" শীর্ষক বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত (The annual cultural competition titled "Sankalpa" was held at Bashori)

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনিবার বন্ধুর বাড়ি ১২৪/এ/৩, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭ এ অবস্থিত বাঁশরীর কার্যালয়ে “বল বীর- বল উন্নত মম শির!” এই মূলসুরে বাঁশরী “সংকল্প” শীর্ষক এক বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, অভিভাবকসহ দেশের গুণী ও প্রসিদ্ধ বিচারক এবং শিল্পীদের উপস্থিতিতে এই দিনব্যাপী অনবদ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগীদের বয়সের ভিত্তিতে তিনটি শাখায় বিভক্ত করা হয়। শাখা তিনটি হচ্ছে: (ক) ঝিঙেফুল: ০৩-০৮ বছর, (খ) কিশলয়: ০৯-১৩ বছর, (গ) ধূমকেতু: ১৪-১৮ বছর। সংগীত, কবিতা, চিত্রাঙ্কন এবং নৃত্য এই ৪টি বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা তাদের পরিবেশনার মাধ্যমে প্রতিযোগিতায় তাদের সুপ্ত প্রতিভা ও দক্ষতা মেলে ধরে। প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, প্রশিক্ষক জনাব সালাহ উদ্দিন আহমেদ ও শিল্পী শামসুল হুদা ।


প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে ঝিঙেফুল শাখায় সংগীত বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে- অরিত্র বসাক, পরশ ঘোষ ও অবন্তিকা দেব। ঝিঙেফুল শাখার কবিতা বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে- মাহরিন সাফিয়া বিনতে ইকরাম, অবন্তিকা দেব ও আনায়া ইউসরা কায়সার ও অরিত্রিকা দেব (যৌথভাবে)। একই শাখার নৃত্য বিষয়ে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেন যথাক্রমে রূপকথা দাস ও তানহা। এই শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে- অন্বেষা দাস, সৌম্য সাহা ও সন্দিপন।


কিশলয় শাখায় সংগীত বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে- মুগ্ধতা সাহা, রূপকথা দাস ও বর্ণিল বর্ণ (যৌথভাবে) ও সরকার উৎস সাহিত্য। কিশলয় শাখার কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সরকার উৎস সাহিত্য প্রথম স্থান, ওয়াসিয়া তাজবী বিনতে আমীন দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করে লামিয়া মনি। একই শাখার নৃত্য প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে- সৈয়দা জাইমা ইসলাম, দেবস্মিতা বসাক এবং সমৃদ্ধি মণ্ডল এবং এ শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরিশা আজবা, সাদিক মোঃ আবদুল্লাহ ও অরিত্র দাস রাজ্য যথাক্রমে- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।


ধূমকেতু শাখার সংগীত প্রতিযোগিতায় তিনজন শীর্ষস্থান অধিকারী হলেন যথাক্রমে- অরনি সুজয়া, কুমারী রিয়া ব্যাধ ও অপরাজিতা সাহা। এই শাখায় বিশেষ পুরস্কার লাভ করেন সরকার একান্ত ঐতিহ্য। একই শাখার কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় হুমায়রা মেহজাবীন, তাসনীম জাহান ও সায়ন্তী ব্যানার্জী পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন এবং নৃত্য প্রতিযোগিতায় চমৎকার নৃত্যশৈলী প্রদর্শন করে বিনতিয়া বশির বর্ষা, আফনান ও জেরিন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। শাখাটির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা তিনজন হলেন যথাক্রমে জেরিন, নূরমহল বর্ণা ও অপরাজিতা সাহা।  


এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে বাঁশরীর প্রশংসাপত্র দেওয়া হয় এবং বিভিন্ন শাখায় শীর্ষস্থান অধিকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনজনকে বাঁশরী পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান  করে।

বাঁশরী আয়োজিত সংকল্প'র উল্লেখযোগ্য কিছু মুহূর্তের ধারণকৃত ভিডিও একনজরে দেখতে এই লেখাটি কিংবা প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন। https://fb.watch/y2DNBqvKwl/