
29 May 2025
কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে মঞ্চায়িত হলো কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘আলেয়া’ (Kazi Nazrul Islam’s play "Aleya", was staged at the Poet Nazrul Institute Auditorium.)
২০২৫ সালের ২৯ মে, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকার ধানমন্ডির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের মিলনায়তনে কাজী নজরুল ইসলাম রচিত ও বাঁশরী রেপাটরি থিয়েটারের প্রযোজিত ‘আলেয়া’ নাটক মঞ্চায়িত হয়। নাটকটির নির্দেশনা দেন বিশিষ্ট নাট্য নির্দেশক গোলাম সারোয়ার এবং নাট্যভাবনা ও পরিকল্পনায় ছিলেন বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। পোশাক পরিকল্পনায় ছিলেন আইরিন পারভিন লোপা, মঞ্চ পরিকল্পনায় জুনাইদ ইউসুফ, এবং অন্যান্য সহযোগী শিল্পীদের মধ্যে ছিলেন পরিমল মজুমদার, হামিদুর রহমান পাপ্পু, এম আর ওয়াসেক, জয়নুল ইসলাম সৈকত, অম্লান বিশ্বাস এবং ফয়সাল আহমেদ।
‘আলেয়া’ একটি গীতিনাট্যধর্মী নাটক, যা মূলত প্রতীকী চরিত্র ও গানের সংমিশ্রন। নাটকের মূল বিষয় রাজা মীনকেতু ও রানী জয়ন্তীর প্রেম এবং রাজনৈতিক সম্পর্ক, যেখানে প্রেমই বিজয়ী হয়, যুদ্ধ বা হিংসা নয়। নাটকের তিনটি মুখ্য নারী চরিত্র: চন্দ্রিকা, ব্যর্থ প্রেমিকা; জয়ন্তী, শক্তির প্রতীক; এবং কৃষ্ণা, মীনকেতুর প্রধান মন্ত্রদাতা। এ নাটকে নারীর ক্ষমতায়ন, প্রেমের শক্তি এবং রাজনৈতিক দ্বন্দ্বের বদলে মানবিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
নাটকটি মঞ্চায়নের বিষয়ে ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, “নজরুল যে নাটকে অভিনয় করেছেন, সেই নাটক মঞ্চে উপস্থাপন করা আনন্দের এবং দর্শকরা এটি উপভোগ করবেন।”