মোহররম উপলক্ষে  ঢাকা মহানগরীর বিভিন্ন শিয়া মসজিদে বাঁশরীর নজরুল রচিত মর্সিয়া সংগীত পরিবেশন (Bashori's Rendition of Nazrul's Marsia Sangeet at Different Shia Mosques of Dhaka)

06 July 2025

মোহররম উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন শিয়া মসজিদে বাঁশরীর নজরুল রচিত মর্সিয়া সংগীত পরিবেশন (Bashori's Rendition of Nazrul's Marsia Sangeet at Different Shia Mosques of Dhaka)

কারবালার মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা কবি কাজী নজরুল ইসলামকে গভীরভাবে ব্যথিত ও আলোড়িত করেছিলো। তাঁর রচিত মর্সিয়া এবং কবিতায় আমরা তার বহিঃপ্রকাশ দেখতে পাই। হৃদয়স্পর্শী কথা ও সুরে কারবালার শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে তিনি রচনা করেছিলেন বেশ কয়েকটি গান ও কবিতা। তাঁর রচিত সংগীতগুলো পরিচিতি পেয়েছে মর্সিয়া সংগীত হিসেবে ।

বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র শোকের মাস মহররম উপলক্ষে ঢাকা মহানগরীতে অবস্থিত বিভিন্ন শিয়া মসজিদে কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া সংগীত পরিবেশনের উদ্যোগ গ্রহণ করে।

বাঁশরী প্রতিবারের ন্যায় এবারও ২০২৫ সালের ৪ জুলাই মিরপুর ১২ তে অবস্থিত কারবালা ও ৬ জুলাই মোহাম্মদি বেগম ওয়াকফ এস্টেট এর নবাব ছোট্টন সাহেবের ইমামবাড়া, সাতরওজা, বংশাল এবং হোসেনি দালান, বংশালে নজরুল রচিত মর্সিয়া সংগীত পরিবেশন করে। বাঁশরীর এ পরিবেশনায় ছিলেন শিল্পী সিদ্ধার্থ গোলদার, জাবুল ইসলাম, পরেশ পাল, মমিন হোসেন এবং শাহেদুল ইসলাম।

শিল্পীগণ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও শোকাবহ আবহে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া সংগীত “মোহরমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়”, “হায় হোসেনা হায় হোসেনা রব উঠিছে কারবালায়”, “বহিছে সাহারায় ফুলেরই লু-হাওয়া” ও “ওগো মা ফাতেমা ফিরে আয়” পরিবেশন করেন।