
06 July 2025
মোহররম উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন শিয়া মসজিদে বাঁশরীর নজরুল রচিত মর্সিয়া সংগীত পরিবেশন (Bashori's Rendition of Nazrul's Marsia Sangeet at Different Shia Mosques of Dhaka)
কারবালার মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা কবি কাজী নজরুল ইসলামকে গভীরভাবে ব্যথিত ও আলোড়িত করেছিলো। তাঁর রচিত মর্সিয়া এবং কবিতায় আমরা তার বহিঃপ্রকাশ দেখতে পাই। হৃদয়স্পর্শী কথা ও সুরে কারবালার শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে তিনি রচনা করেছিলেন বেশ কয়েকটি গান ও কবিতা। তাঁর রচিত সংগীতগুলো পরিচিতি পেয়েছে মর্সিয়া সংগীত হিসেবে ।
বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র শোকের মাস মহররম উপলক্ষে ঢাকা মহানগরীতে অবস্থিত বিভিন্ন শিয়া মসজিদে কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া সংগীত পরিবেশনের উদ্যোগ গ্রহণ করে।
বাঁশরী প্রতিবারের ন্যায় এবারও ২০২৫ সালের ৪ জুলাই মিরপুর ১২ তে অবস্থিত কারবালা ও ৬ জুলাই মোহাম্মদি বেগম ওয়াকফ এস্টেট এর নবাব ছোট্টন সাহেবের ইমামবাড়া, সাতরওজা, বংশাল এবং হোসেনি দালান, বংশালে নজরুল রচিত মর্সিয়া সংগীত পরিবেশন করে। বাঁশরীর এ পরিবেশনায় ছিলেন শিল্পী সিদ্ধার্থ গোলদার, জাবুল ইসলাম, পরেশ পাল, মমিন হোসেন এবং শাহেদুল ইসলাম।
শিল্পীগণ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও শোকাবহ আবহে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া সংগীত “মোহরমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়”, “হায় হোসেনা হায় হোসেনা রব উঠিছে কারবালায়”, “বহিছে সাহারায় ফুলেরই লু-হাওয়া” ও “ওগো মা ফাতেমা ফিরে আয়” পরিবেশন করেন।