জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে বাঁশরীর শ্রদ্ধাঞ্জলি (Bashori Paid Tribute To National Poet Kazi Nazrul Islam on His 126th Birth Anniversary).

25 May 2025

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে বাঁশরীর শ্রদ্ধাঞ্জলি (Bashori Paid Tribute To National Poet Kazi Nazrul Islam on His 126th Birth Anniversary).

আজ ২৫শে মে ২০২৫/১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে ও কবির প্রতি বাঁশরীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ৩৪১৭তম দিনে কবির সমাধিসৌধে বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র'র পক্ষ থেকে নজরুল অনুরাগী, ভক্ত ও শিল্পীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।


সকাল ৭.৪৫ বাঁশরীর শিল্পী, নজরুল অনুরাগী ও ভক্তবৃন্দ সমবেত হয়ে শোভাযাত্রার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে ব্যানার ও পুষ্পস্তবক নিয়ে বাঁশরীর সূচনা সংগীত “জয় হোক, জয় হোক গাইতে গাইতে কবির সমাধির দিকে এগিয়ে যায় এবং সমাধিবেদীতে শ্রদ্ধা নিবেদন করে এবং কবির রুহের মাগফেরাত কামনা ও কবির জন্য দোয়া-প্রার্থনা করে।


এরপর বাঁশরীর শিল্পীগণ কবির রচিত সংগীত পরিবেশন করেন এবং আবৃত্তি শিল্পীগণ নজরুল রচিত কবিতা আবৃত্তি করেন এবং  উপস্থিত সুধীজনদের অনেকে শুভেচ্ছা বক্তব্য দেন।


শেষে কবি নজরুল রচিত সম্প্রীতিধর্মী “মোরা এক বৃন্তে দু’টি কুসুম, হিন্দু-মুসলমান” গানটি পরিবেশনার মধ্য দিয়ে কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী পালনের এ আয়োজনের সমাপ্তি ঘটে। এ আয়োজনের মুহূর্তগুলো ফেসবুক লাইভে প্রচার করা হয়। লাইভ দেখতে পর্ব-১ ও  পর্ব-২ এ ক্লিক করুন।