নজরুল আড্ডা (Nazrul Adda)

17 May 2025

নজরুল আড্ডা (Nazrul Adda)

গত ১৭ মে ২০২৫, শনিবার বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র কার্যালয়ে নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। মাসিক এ নজরুল আড্ডায় বাঁশরীর শিল্পী, বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) নজরুল অনুরাগী কর্মীসহ অন্যান্য শিল্পী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৬টার দিকে এ আড্ডা শুরু হয় এবং চলে রাত ৮.৩০টা পর্যন্ত। গুলে ফেরদৌস লতার সাবলীল সঞ্চালনা‍য় অনুষ্ঠিত হয় এ আড্ডা। বাঁশরীর শিল্পী মনুসর আলীর কণ্ঠে – “পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া”, এবং “পদ্মার ঢেউ রে  মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে” পরিবেশনের মাধ্যমে আড্ডা শুরু হয়। ফেইসবুক লাইভে এ আড্ডা সরাসরি সম্প্রচার করা হয়।

অতিথি শিল্পী জনাব বাহাউদ্দিন পরিবেশন করেন – “কানন গিরি সিন্ধু–পার ফির্‌নু পথিক দেশ–বিদেশ” ও  “কেন আন ফুল-ডোর, আজি বিদায় বেলা। মোছো মোছো আঁখি-লোর, যদি ভাঙিল মেলা” বাঁশরীর আড্ডায় প্রথমবারের মত আগত নবাগত শিল্পী ধ্রুপদী কুন্ডু “সুরে ও গানের মালা দিয়ে আমারে ছুঁইয়া ছিলে” ও “পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়” পরিবেশন করে। বাংলা একাডেমী থেকে আগত অতিথি সংগীতশিল্পী মাহবুবা রহমানের কণ্ঠে “কেন মনোবনে মালতী-বল্লরি দোলে - জানি না” দর্শকশ্রোতারা উপভোগ করে। এরপর আরেকজন অতিথিশিল্পী- শাহেদ গেয়ে শোনান “মনে পড়ে আজ সে কোন জনমের বিদায় সন্ধ্যাবেলা”। নজরুলসংগীতশিল্পী অপর্ণার কণ্ঠে শ্রোতারা উপভোগ করে নজরুলের “রাঙা মাটির পথে লো, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি” ও “কথা কও কও কথা থাকিও না চুপ ক'রে’ গানদ্বয়। গানের ফাঁকে ফাঁকে চলে আড্ডা ও আলোচনা। আড্ডায় পরিবেশিত বিভিন্ন গানের প্রসঙ্গ ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। ২৪ শে মে ২০২৫, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন নিয়ে বাঁশরীর পরিকল্পনা ও অন্যান্য সংগঠনের অনুষ্ঠানে বাঁশরীর অংশগ্রহণের ব্যাপারে আলোচনা করেন।

বর্ষীয়ান নজরুলসংগীতশিল্পী রুমী আজনবী পরিবেশন করেন “কে তুমি ভিখারিনী, দাঁড়ালে দুয়ারে মোর” ও কেন ফোটে কেন কুসুম ঝ'রে যায়! মুখের হাসি চোখের জলে ম'রে যায়, হায়।। নিশীথে যে কাঁদিল প্রিয় ব'লে হায়, নিশি-ভোরে সে কেন হায় স'রে যায়”। অতিথিশিল্পী মলি গেয়ে শোনান - “আসিবে তুমি, জানি প্রিয়! আনন্দে বনে বসন্ত এলো”। বাঁশরীর নজরুল সংগীতশিল্পী- হৃদয় হোসেন- “সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায়” পরিবেশন করেন। বাঁশরীর অন্যতম নজরুল সংগীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন পরিবেশন করেন – “বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে” গানটি। অরুণ চৌধুরী শোনান নজরুলের “বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান”। বাঁশরীর আবৃত্তিশিল্পী জেসমিন বন্যা আবৃত্তি করেন নজরুলের অভিযান কবিতাটি। এরপর বাঁশরীর শিল্পী তাপসী রায় শোনান “তুমি সুন্দর কপট হে নাথ! মায়াতে রাখ বিভোর”। বাঁশরীর অন্যতম শিল্পী সিদ্ধার্থ গোলদার “অরুণকান্তি কে গো যোগী ভিখারী” গেয়ে শোনান।

সবশেষে সমবেত কণ্ঠে “মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান” পরিবেশনার মধ্য দিয়ে আড্ডার সমাপ্তি ঘটে। ফেইসবুক লাইভে আড্ডাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।