
15 September 2024
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে বাঁশরী'র বিশেষ নজরুল আড্ডা ২০২৪ (Bashori's Special Nazrul Adda 2024 on the Occasion of Holy Eid-e-Miladunnabi)
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৪ বাঁশরী'র বিশেষ নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে বাঁশরীর শিল্পীসহ আড্ডায় আগত অতিথি শিল্পীগণ অংশগ্রহণ ও সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
বাঁশরীর শিল্পী গুলে ফেরদৌস লতা, পরদেশী
সিদ্দিক, সংগীতা পাল, রুমা হোসেন, রাজিয়া সুলতানা মিশি নজরুল সংগীত পরিবেশন করেন। ড.
ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান আড্ডায় বক্তব্য দেওয়ার পাশাপাশি নজরুলের মরুভাস্কর কাব্যগ্রন্থ
থেকে ‘অবতরণিকা’ কবিতাটি আবৃত্তি করে শোনান। আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
বেতার, রংপুরের সাবেক আঞ্চলিক পরিচালক ও বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন
এর পরিচালক (কারিগরি ও প্রকৌশল) ড. হারুন অর রশিদ। তিনি আলোচনার পাশাপাশি নজরুল সংগীত পরিবেশন করেন। বাঁশরীর
আবৃত্তিশিল্পী আশাপূর্ণা রায় তন্দ্রা নজরুলের ‘পাঠাও বেহেশ্ত হতে হজরত পুন সাম্যের
বাণী’ কবিতাটি আবৃত্তি করেন। নজরুল সংগীত পরিবেশন করেন ঝিনাইদহ থেকে আগত অতিথিশিল্পী
অর্পণা বৈরাগী।