“শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭১তম শুভ জন্মতিথি উৎসব” এ বাঁশরীর সংগীত পরিবেশন (Bashori's Rendition on "171th Birth Anniversary Festival of  Shree Shree Saroda Debi)

03 December 2023

“শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭১তম শুভ জন্মতিথি উৎসব” এ বাঁশরীর সংগীত পরিবেশন (Bashori's Rendition on "171th Birth Anniversary Festival of Shree Shree Saroda Debi)

গত ৩ ডিসেম্বর ২০২৩ বুধবার ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ভক্ত-দর্শক সমাগম ও উৎসাহ-উদ্দীপনায় শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ আবির্ভাব তিথিতে “শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭১তম শুভ জন্মতিথি উৎসব” শীর্ষক একটি আয়োজন অনুষ্ঠিত হয়।  

এ অনুষ্ঠানের প্রথম অংশে ছিল শ্রী শ্রী সারদা মায়ের বিশেষ পূজা, বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রী শ্রী মায়ের জীবনী গ্রন্থ থেকে পাঠ, ভক্তিমূলক সংগীত, পুষ্পাঞ্জলি।


এ আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র অংশগ্রহণ করে, যেখানে বাঁশরীর শিল্পীগণ নজরুল রচিত মায়ের গান পরিবেশন করেন। এতে মাতৃ সংগীত পরিবেশন করেন তাপসী রায়, সঙ্গীতা পাল, সুমায়া অনি, উম্মে রুমা ট্রফি, নওশীন অমি, কাকলী রায় প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শ্রী শ্রী মা সারদা দেবী শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ জী মহারাজ। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. ফাজরিন খুদা। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকার অ্যাসোসিয়েট সাইন্টিস্ট ড. বর্ণালী চক্রবর্তী।