শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির মহামানব জাতীয় কবির রচিত দুর্গা সংগীতের আসর

10 June 2023

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির মহামানব জাতীয় কবির রচিত দুর্গা সংগীতের আসর

বাঁশরী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির মহামানব জাতীয় কবির রচিত দুর্গা সঙ্গীতের আসর আয়োজন করে থাকে। নজরুল রচিত দুর্গাসংগীতগুলো সুর ও কথায় অনবদ্য, কিন্তু প্রচারের অভাবে এই সংগীতগুলো সাধারণ মানুষের অনেকটা অগোচরে রয়ে গেছে।

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন সময়ে দুর্গাবাড়ী, ময়মনসিংহ; লেঙ্গুরা, কলমাকান্দা, নেত্রকোনা; শ্রীনগর, মুন্সিগঞ্জ; শম্ভুগঞ্জ, ময়মনসিংহ; রামকৃষ্ণ আশ্রম, ময়মনসিংহ; কৃষিবিদ ইন্সটিটিউট, খামারবাড়ী, ফার্মগেট; রাজশাহী ধর্মসভা, গণকপাড়া, রাজশাহী; নরুনদা, নাটমন্দির, দেলদুয়ার, টাঙ্গাইল প্রভৃতি স্থানে বাঁশরী দুর্গাসংগীতের আয়োজন করেছে। দুর্গাপূজায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঁশরী নজরুল রচিত এই অনবদ্য দুর্গাসংগীতগুলো সকলের মাঝে পৌঁছে দিতে চায়।