18 September 2023
দেবী সুচিত্রা হাজং এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন ও নজরুল আড্ডা
গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র সহ-প্রতিষ্ঠাতা দেবী সুচিত্রা হাজং এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এই দিনে সুচিত্রা হাজং এর সমাধিতে বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। অসচ্ছল ও গরীব হাজং পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও বাঁশরীর আয়োজনে হেড অফিসে সুচিত্রা হাজং এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল আড্ডা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ও তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় স্মৃতিচারণা পর্ব। এতে সুচিত্রা হাজংকে নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর আত্মীয়, ঘনিষ্ঠজন ও সহকর্মীগণ। তাঁর স্মরণে সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পীবৃন্দ।