দেবী সুচিত্রা হাজং এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

17 September 2025

দেবী সুচিত্রা হাজং এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র সহপ্রতিষ্ঠাতা দেবী সুচিত্রা হাজং এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর প্রধান কার্যালয়ে তার স্মরণে এক অনাড়ম্বর স্মরণসভার আয়োজন করে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে তিনি ঘাতকব্যাধি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে পরলোকগমন করেন।


স্মরণসভার শুরুতে সুচিত্রা হাজং স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর শুরু হয় স্মৃতিচারণ পর্ব। স্মৃতিচারণ করেন তার এক সময়ের সহকর্মী, গুণগ্রাহী, স্বজন-পরিজন ও ঘনিষ্ঠজন। শুরুতে স্মৃতিচারণ করেন তাঁর সহকর্মী মোসলেম ফকির। এরপর একে একে স্মৃতিচারণ করেন প্রভাতি হাজং, গোলাম কিবরিয়া, মিঠুন কোচ, পাপড়ি হাজং, অতনু সাহা, জাহেদা পারভীন, প্রতাপ হাজং প্রমুখ।


সকলের স্মৃতিচারণে উঠে আসে সুচিত্রা হাজং সম্পর্কে নানা জানা-অজানা তথ্য, তার সহজাত নেতৃত্বগুণ, কর্মদক্ষতা, একাগ্রতা, আত্মনিবেদন ও আন্তরিকতার কথা। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন।


স্মৃতিচারণ পর্ব শেষে বাঁশরীর শিল্পীগণ নজরুল সংগীতের সুরে দিদিকে স্মরণ করেন। শোকের আবহে নজরুল সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী রেহানা পারভীন হাসি, নাদিয়া আরেফিন শাওন ও সিদ্ধার্থ গোলদার। নজরুলের কবিতার মাধ্যমে সুচিত্রাকে শ্রদ্ধা নিবেদন করেন রেহানা পারভীন হাসি। স্মরণসভার এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশাপূর্ণা রায় তন্দ্রা।