অমর একুশে বইমেলা ২০২৫ এ  বাঁশরী'র  শিল্পীদের নজরুল সংগীত পরিবেশন (Bashori Artists Performs Nazrul Sangeet at Amar Ekushe Book Fair 2025)

03 February 2025

অমর একুশে বইমেলা ২০২৫ এ বাঁশরী'র শিল্পীদের নজরুল সংগীত পরিবেশন (Bashori Artists Performs Nazrul Sangeet at Amar Ekushe Book Fair 2025)

প্রতিবার বইমেলা আয়োজনের ধারাবাহিকতায় বাংলা একাডেমি “জুলাই গণ অভ্যুত্থান – নতুন বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মূলসুর নিয়ে গত ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫। এ উপলক্ষে বাংলা একাডেমি বইমেলার পাশাপাশি মাসব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।


গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ বাংলা একাডেমির আমন্ত্রণে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করে।

বাঁশরীর শিল্পীগণ এতে নির্বাচিত ৫টি নজরুল সংগীত পরিবেশন করেন। যথা-

১। জয় হোক জয় হোক……. ২। এই আমাদের বাংলাদেশ……… ৩। কারার ঐ লৌহকপাট……… ৪। দুর্গম গিরি কান্তার-মরু……… ৫। মোরা একই বৃন্তে দুটি কুসুম………


বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাস, সিদ্ধার্থ গোলদার, মোঃ জাবুল ইসলাম, পরেশ চন্দ্র পাল, মনসুর ইসলাম, সংগীতা পাল, রাজিয়া সুলতানা মিশি, নাদিয়া আফরিন শাওন, গুলে ফেরদৌস লতা ও রেহানা পারভীন হাসি এ অনুষ্ঠানে ওপরে উল্লিখিত নজরুল সংগীতগুলো পরিবেশন করেন।

বাঁশরীর শিল্পীদের এ পরিবেশনা বাঁশরীর ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হয়। এ লাইভ পরিবেশনা দেখতে এ লেখাটির ওপর ক্লিক করুন।