08 April 2024
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র উদ্যোগে ইফতার আয়োজন
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র উদ্যোগে ৭ এপ্রিল ২০২৩ তারিখে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র প্রধান কার্যালয়ে বন্ধু ও বাঁশরীর বার্ষিক ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিবছর উৎসবমুখর ও প্রাণবন্ত আবহ এবং যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। এই ইফতার আয়োজন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’ ও বাঁশরীর জন্য একটি ব্যতিক্রমধর্মী আনন্দমুখর মিলনমেলাও বটে।
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র প্রধান কার্যালয়ের কর্মী, বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র শিল্পী, নজরুল বোদ্ধা, নজরুল গবেষকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার আয়োজন শুরু হয়। এরপর ইফতারে পরিবেশন করা হয় বিভিন্ন সুস্বাদু খাবার। এ আয়োজনে অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিগণ একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। আড্ডা, শিল্পীদের গান ও কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে ইফতারের সন্ধ্যা।