মিরপুর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে শ্যামা পূজা উপলক্ষে শ্যামা সংগীতের আসর অনুষ্ঠিত

12 November 2023

মিরপুর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে শ্যামা পূজা উপলক্ষে শ্যামা সংগীতের আসর অনুষ্ঠিত

“হৃদয়ে দাও মা ভক্তি, বাহুতে দাও মা শক্তি” এই মূলসুরকে ঘিরে গত ১২ নভেম্বর ২০২৩, রবিবার সন্ধ্যা ৭:৩০ টায় শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি ২০২৩ উপলক্ষে বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী শ্যামা সংগীতের আসর অনুষ্ঠিত হয়। বাঁশরীর এ আয়োজনে সহযোগিতায় ছিল মিরপুর কেন্দ্রীয় মন্দির পূজা অর্চনা কমিটি।


বাঁশরীর নিয়মিত শিল্পীগণ এতে দলীয়, একক ও দ্বৈত কণ্ঠে শ্যামা সংগীত পরিবেশন করেন। তন্দ্রা রায়ের উপস্থাপনায় ও বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী গৌরি নন্দী, মিলন পোদ্দার, পরদেশী সিদ্দিক, মিশি সুলতানা, তাপসী রায়, পূরবী রায়, উম্মে রুমা ট্রফি, সমুদ্র সানি, দীপান্তিকা গোলদার, সঙ্গীতা পাল, সুমায়া অনি, পরেশ পাল প্রমুখ।

শিল্পীবৃন্দ দলীয় কণ্ঠে- আমার হাতে কালী মুখে কালী......., আমার কালো মেয়ের পায়ের তলায়......, মহাবিদ্যা আদ্যাশক্তি......, জয় রক্তাম্বরা রক্তাবর্ণা....., নিপীড়িতা পৃথিবী ডাকে......, মহাকালের কোলে এসে....., মায়ের আমার রূপ দেখে যা....... পরিবেশন করেন।

এরপর ছিল দ্বৈত কণ্ঠের পরিবেশনা। দীপান্তিকা গোলদার ও পরেশ পাল- জয় মহাকালী মধু কৈটভ বিনাশিনী...... গোধুলী গোমেজ ও সুমন চন্দ্র দাস- আমার হৃদয় অধিক রাঙা মাগো....... মিশি সুলতানা ও তাপসী রায়- আমার কালো মেয়ের পায়ের তলায় ……. পরিবেশন করেন।

এরপর শেষ পর্বে ছিল একক কণ্ঠের পরিবেশনা। সঙ্গীতা পাল- আর লুকাবি কোথা …… পরেশ পাল -ওমা কালী সেজে …… কাকলী রায়- জগৎ জুড়ে জাল ফেলেছিস মা… মনসুর রহমান বলরে জবা বল ……  তাপসী রায়- আমার কালো মেয়ে রাগ করেছে …… সুমায়া অনি- নাচে নাচেরে মোর কালো মেয়ে …… সুদাম কুমার বিশ্বাস- আমার শ্যামা মায়ের কোলে চড়ে …… পূরবী রায়- আমার কালী-বাঞ্চা কল্পতরু …… সুমন চন্দ্র দাস- রাঙা জবায় বায়না ধরে ……. উম্মে রুমা ট্রফি- কে পরালো মুন্ড মালা ……. পরদেশি সিদ্দিক- ওরে সর্বনাশি মেখে এলি ……. হৃদয় খান- থির হয়ে তুই বস দেখি মা ……. গৌরি নন্দী- দেখে যারে রুদ্রানী, মা তুই পাষাণ গিরির মেয়ে…… দীপান্তিকা গোলদার- আমার ভবের অভাব লয় হয়েছে..... একক কণ্ঠে গেয়ে আসর মাতিয়ে তোলেন। ভক্ত ও দর্শক-শ্রোতাদের উপচেপড়া ভীর ও সমাগমের মধ্য দিয়ে এ আয়োজন রাত ৯.৩০টায় সমাপ্ত হয়।