ময়মনসিংহের নান্দাইলে "বন্ধু মেলা-২০২২"

21 August 2023

ময়মনসিংহের নান্দাইলে "বন্ধু মেলা-২০২২"

বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে “বন্ধু মেলা-২০২২” এর আয়োজন করেছে। ২৭/১২/২০২২ তারিখে তিন দিনব্যাপী এই বন্ধু মেলা শুরু হয়। মেলার তিন দিন ছিল নানা আয়োজনে পরিপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনেই মেলার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান। কৃষিবিদ জনাব বিভূতিভূষণ সরকার, সাবেক অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা; জনাব মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া, মেয়র, নান্দাইল পৌরসভা, ময়মনসিংহ; কৃষিবিদ জনাব মোঃ আনিসুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, নান্দাইল, ময়মনসিংহ; অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাব উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান, ৪ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ, নান্দাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এটিএম আরিফ, সহকারী কমিশনার (ভূমি), নান্দাইল, ময়মনসিংহ।

প্রথম দিনে ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুলের দু’টি হাস্যরসাত্মক নাটক "পুরোনো বলদ নতুন বউ" এবং "স্বামী-স্ত্রীর ঝগড়া" মঞ্চস্থ করে বাঁশরী লেটো নাট্যদল।

দ্বিতীয় দিনে ছিল গ্রাম বাংলার একসময়ের জনপ্রিয় হা ডু-ডু খেলার প্রতিযোগিতা। কবি নজরুলের রচিত গান পরিবেশন করেন বাঁশরীর শিল্পীবৃন্দ। বন্ধু মেলায় একক ও দলীয় নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী গুলে ফেরদৌস লতা, পরদেশী সিদ্দিক, আশীষ কুমার শীল, জাবুল ইসলাম, সুমাইয়া সুলতানা অনি প্রমুখ।

তৃতীয় দিনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী বন্ধু মেলা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল, ময়মনসিংহ; কৃষিবিদ জনাব বিভূতিভূষণ সরকার, সাবেক অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা; কৃষিবিদ জনাব নিখিল চন্দ্র সেন, সাবেক অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ; জনাব মোঃ শাহাব উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান, ৪ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ, নান্দাইল; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মানস কুমার বাহাদুর, জোনাল ম্যানেজার, ময়মনসিংহ জোন। অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মোঃ আনিসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, নান্দাইল, ময়মনসিংহ এবং তিনি তিন দিনব্যাপী বন্ধু মেলা-২০২২ এর সমাপনী ঘোষণা করেন।