৪ নভেম্বর বাঁশরীর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

04 November 2023

৪ নভেম্বর বাঁশরীর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গত ৪ নভেম্বর ২০২৩ আনন্দঘন আবহ ও উৎসবমুখর পরিবেশে বাঁশরী–একটি নজরুল চর্চা কেন্দ্র’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল দিনব্যাপী নানা কর্মসূচি।

সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু হয়। বাঁশরীর সদস্য, শিল্পী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কর্মীগণ এতে অংশগ্রহণ করেন।


এরপর বিকেল ৩টায় বন্ধু’র সুসজ্জিত কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বাঁশরীর সদস্য, বন্ধু’র কর্মী, বাঁশরীর শিল্পী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীগণ ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এরপর ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বাঁশরীর নতুন পুরনো সকল সদস্য ও শিল্পীদের শুভেচ্ছা জানান। বর্তমানে বাঁশরীর কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে এবং এই কার্যক্রম কীভাবে আরো বিস্তৃত করা যায় সেটা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং বাঁশরীর অগ্রযাত্রায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

এরপর বাঁশরীর সাধারণ সম্পাদক জাকির হোসেন ও শিল্পীগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। এরপর বাঁশরীর শিল্পীগণ জয় হোক, জয় হোক; মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমানসহ নজরুলের জনপ্রিয় গান পরিবেশন করে অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি আয়োজন ছিল খাবারের। গান, আড্ডায় মুখরিত এ আয়োজনের সমাপ্তি ঘটে রাত ১০টার দিকে।