
09 February 2023
টাঙ্গাইলের যাদবপুরে বার্ষিক পিকনিক-২০২৩ অনুষ্ঠিত (Annual Picnic 2023 Held at Jadavpur, Tangail)
৯ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এবং বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র (বাঁশরী) যৌথভাবে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার যাদবপুরে কবি নজরুল পার্কে বার্ষিক পিকনিক-২০২৩ এর আয়োজন করে। এটি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এবং বাঁশরীর একটি বার্ষিক আয়োজন, যেখানে সারাদেশে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সকল কর্মী এবং বাঁশরীর শিল্পীগণ অনুষ্ঠানটি উদযাপন করতে একত্রিত হন।
এ বছর বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) কর্মী এবং বাঁশরীর শিল্পী ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ২,৩০০ জন দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল; ভিএনভি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের প্রোগ্রাম রিলেশন বিভাগের শ্রেয়া দত্ত; বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর প্রোগ্রাম ম্যানেজার এবং বাঁশরী– একটি নজরুল চর্চা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান,; জনাব অনিমেষ কুমার সরকার, সিইও, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) ব্র্যান্ডিং বিভাগের প্রধান জনাব সুদীপ্ত জামান উল্লেখযোগ্য। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করতে দিনব্যাপী নানা চিত্তাকর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন কার্যক্রম ও ক্রীড়া প্রতিযোগিতা- পুরুষদের ছিল রশি টানাটানি খেলা, মহিলাদের বেলুন রক্ষা, শিশুদের বয়স-ভিত্তিক দুই বিভাগে দৌড় প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, নজরুল কর্নারে কাজী নজরুল ইসলাম রচিত বই প্রদর্শনী ও ৫০% ছাড়ে বিক্রি ইত্যাদি।
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর বিভিন্ন জোনের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং গান পরিবেশন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করে।
এরপর মধ্যাহ্নভোজের পর বিকেলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ বিজয়ীদের কাজী নজরুল ইসলাম রচিত মূল্যবান বই পুরস্কৃত করা হয়। পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল র্যাফেল ড্র যা উত্সবমুখর পরিবেশে টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অতঃপর র্যাফেল ড্র-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই দিনব্যাপী আয়োজনটি সমাপ্ত হয়।