কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও জীবনদর্শনের সাথে পরিচিত করানোর লক্ষ্যে শিক্ষা সফর

27 January 2020

কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও জীবনদর্শনের সাথে পরিচিত করানোর লক্ষ্যে শিক্ষা সফর

নজরুল স্মৃতি বিজড়িত ঢাকার বিভিন্ন স্থানে “বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র” এর উদ্যোগে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও জীবনদর্শনের সাথে পরিচিত করানোর লক্ষ্যে শিক্ষা সফর কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে কবির সমাধি প্রাঙ্গনের দিকে যাত্রা শুরু, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবির কবিতা ও গান শেখা, বাংলা একাডেমীর “নজরুল কক্ষ” পরিদর্শন, কবি নজরুল ইন্সটিটিউট পরিদর্শন, রমনা পার্ক পরিদর্শন, নজরুলের সমাধি প্রাঙ্গণে প্রত্যাবর্তন ও সমাপনী অনুষ্ঠান ইত্যাদি।
এর অংশ হিসেবে গত ২৭ জানুয়ারী, ২০২০ (১২ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ) একটি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। একটি মাইক্রোবাসে করে শিক্ষার্থীদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে নিয়ে যাওয়া হয় ও পুষ্পস্তবক অর্পণ করা হয়, এরপর নজরুলের সমাধির পাশে শিক্ষার্থীদের নজরুলের কবির কবিতা ও গান শেখানো হয়। বাংলা একাডেমীর “নজরুল কক্ষে” নজরুলের বিভিন্ন বই ও দুর্লভ ছবি ঘুরে ঘুরে দেখানো হয়। এরপর কবি নজরুল ইন্সটিটিউট পরিদর্শন, রমনা পার্ক পরিদর্শন, নজরুলের সমাধি প্রাঙ্গণে প্রত্যাবর্তন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করা হয়।