কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ঝিঙেফুল শিল্পী সম্মেলন-২০২২

01 April 2022

কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ঝিঙেফুল শিল্পী সম্মেলন-২০২২

বাঁশরী গত এক বছরের অধিক সময় হতে নিয়মিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান "ঝিঙেফুল" আয়োজন করে আসছে। ২০২১ সালের ১লা এপ্রিল এ অনুষ্ঠান শুরু হয় এবং ২০২২ সালের ১লা এপ্রিল ‘ঝিঙে ফুল’ অনুষ্ঠানের এক বছর পূর্ণ হয়। বর্ষপূর্তি উপলক্ষে এ অনলাইন প্লাটফর্মে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের নিয়ে বাঁশরী ০১ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/১৮ই চৈত্র ১৪২৮ তারিখ শুক্রবার, সকাল ৯টায় কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে "ঝিঙেফুল শিল্পী সম্মেলন" আয়োজন করে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেহের আফরোজ চুমকি, এমপি। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন- ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। 

সকাল ৯.৩৫ মিনিটে ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ৯.৪০টায় বাচিকশিল্পী টিটো মুন্সীর নেতৃত্বে সম্মিলিত কণ্ঠে ‘বিদ্রোহী কবিতা’ আবৃত্তি অনুষ্ঠিত হয়।  সকাল ৯.৫৫ টায় ছিল ঝিঙেফুল অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুপুর ১২.৩৫টায় অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি নাতনী  জনাব খিলখিল কাজী বক্তব্য রাখেন। দুপুর ১২.৪০টায় প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের মাননীয় এমপি জনাব মেহের আফরোজ চুমকি বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যের পর দুপুর ১২.৫০টায় অনুষ্ঠানের সর্বশেষ বক্তা সভাপতি কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন তার বক্তব্য রাখেন। বাঁশরী শিল্পীদের পরিবেশনায় দুপুর ১২.৫৫টায় দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  

“ঝিঙে ফুল শিল্পী সম্মেলন-২০২২” এ সারাদেশ থেকে ঝিঙেফুল অনলাইন অনুষ্ঠানের শিল্পী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার নজরুল-অনুরাগী ও ভক্তগণ অংশগ্রহণ করেন। 

এ শিল্পী সম্মেলনে ঝিঙে ফুল অনুষ্ঠানের শিল্পী ও আবৃত্তিকারদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শিল্পী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।