21 January 2023
স্বল্পশ্রুত ও স্বল্পগীত গান ও কবিতা নিয়ে বাঁশরী'র বিশেষ আয়োজন "বছর জুড়ে নজরুল "
স্বল্পশ্রুত ও স্বল্পগীত গান ও কবিতা নিয়ে বাঁশরী'র বিশেষ আয়োজন "বছর জুড়ে নজরুল " দেখতে চোখ রাখুন ১০ঃ০০ টায় শুধুমাত্র বাঁশরীর ফেসবুক পেইজে । আমাদের এবারের অতিথি রাজশাহীর নজরুল- সংগীতশিল্পী সুদীপ্তা সরকার কথা । অনুষ্ঠান পরিকল্পনায়ঃ ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান (সভাপতি, বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র)।