দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজন "উত্তরবঙ্গ নজরুল উৎসব" (Aritsts of East Bengal and West Bengal Performs in "Uttarbanga Nazrul Utsab"

18 January 2023

দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজন "উত্তরবঙ্গ নজরুল উৎসব" (Aritsts of East Bengal and West Bengal Performs in "Uttarbanga Nazrul Utsab"

বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র'র (ভারত শাখা) ১৮ ও ১৯ জানুয়ারি, ২০২৩ তারিখ (সুকান্ত মঞ্চ, কোচবিহার ও মধুসূদন মঞ্চ, শিলিগুড়ি) দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজন করে "উত্তরবঙ্গ নজরুল উৎসব-২০২৩"। অনুষ্ঠান পরিচালনায়: দীপা দাস, সভাপতি, বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র (ভারত শাখা) । অনুষ্ঠান পরিকল্পনায়: ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।