শোকের মহররম উপলক্ষে কবি নজরুলের মর্সিয়া (Poet Kazi Nazrul Isam's Marsia on the  Mournful Month of Maharram)

26 July 2023

শোকের মহররম উপলক্ষে কবি নজরুলের মর্সিয়া (Poet Kazi Nazrul Isam's Marsia on the Mournful Month of Maharram)

শোকের মহররম উপলক্ষে বাঁশরী ২৬ শে জুলাই ২০২৩ ঢাকার মিরপুরে অবস্থিত কারবালায় কবি নজরুলের মর্সিয়া সংগীত অবলম্বনে মর্সিয়া অনুষ্ঠান আয়োজন করে ।


এতে কবি কাজী নজরুল ইসলাম রচিত মর্সিয়া পরিবেশন করেন বাঁশরীর শিল্পী- রুমী আজনবী, সিদ্ধার্থ গোলদার, জাবুল ইসলাম, এমএ কাশেম শেখ। আবৃত্তি পরিবেশন করেন বাঁশরীর বাচিকশিল্পী সজীব গাজী।  নিবেদনে- বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র।