বাগেরহাটের মংলায় অনুষ্ঠিত হলো পানি উৎসব ২০২৩  (Water Festival Held in Mongla, Bagerhat ২০২৩)

21 August 2023

বাগেরহাটের মংলায় অনুষ্ঠিত হলো পানি উৎসব ২০২৩ (Water Festival Held in Mongla, Bagerhat ২০২৩)

৯ই নভেম্বর ২০২২ তারিখে, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু), মংলা, বাগেরহাটে পানীয় জল সরবরাহ প্রকল্পের সাতপুকুরিয়া সরকারি পুকুর, মিঠাখালী, মংলা, বাগেরহাট প্ল্যান্টের শুভ উদ্বোধন উপলক্ষে একটি "জল উত্সব" আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জনাব আবু তাহের হাওলাদার, চেয়ারম্যান, মোংলা উপজেলা পরিষদ, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কমলেশ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোংলা, বাগেরহাট; জনাব সোহান আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোংলা, বাগেরহাট; জনাব উৎপল কুমার মন্ডল, চেয়ারম্যান, ৪ নং মিঠাখালী ইউনিয়ন পরিষদ, মোংলা, বাগেরহাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রণব মজুমদার, সদস্য, ৭ নং ওয়ার্ড মিঠাখালী, ৪ নং ইউনিয়ন পরিষদ, মোংলা, বাগেরহাট।

অনুষ্ঠানস্থলে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) একটি স্টল ছিল এবং স্টল থেকে দর্শনার্থীদের মাঝে বন্ধু’র কার্যক্রম উপস্থাপন করা হয় এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এতে বাঁশরীর শিল্পীগণ নজরুল সংগীত পরিবেশন করেন। স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা খেলা।