নজরুল আমার জাতীয় কবি

20 December 2022

নজরুল আমার জাতীয় কবি

গত ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে বাঁশরীর আয়োজনে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র সহযোগিতায় ঢাকার কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে দুই বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে ‘নজরুল আমার জাতীয় কবি’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী ও কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব খিলখিল কাজী। সভাপতিত্ব করেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অগ্নিশিখা, কলকাতা; বিশিষ্ট নজরুল-প্রেমী জনাব আতাউল্লাহ খান আতা, ঢাকা; কবি আরণ্যক বসু, কলকাতা; কবি তাহেরা খাতুন, ঢাকা; কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা; কবি অরুণ চক্রবর্তী, কলকাতা; বাচিকশিল্পী টিটো মুন্সী, ঢাকা।

বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র সভাপতি ড ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। অভ্যাগত অতিথিবৃন্দের বক্তব্যের পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’ ও ভারতের শিল্পীবৃন্দ। “বিদ্রোহী” কবিতা আবৃত্তি করেন বাঁশরীর বাচিকশিল্পী সজীব গাজী । উপস্থিত দর্শক-শ্রোতাগণ দাঁড়িয়ে কালজয়ী এ কবিতা আবৃত্তিতে গলা মেলান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আফরিন অথৈ।

কাজী নজরুল ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতিধর্মী “মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান” গানে উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শক-শ্রোতাগণ সমস্বরে গলা মেলান।