দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী বন্ধুমেলা (Two-day Long Bondhu Mela Held in Fulbari, Dinajpur)

21 August 2023

দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী বন্ধুমেলা (Two-day Long Bondhu Mela Held in Fulbari, Dinajpur)

গত ৪ ও ৫ ডিসেম্বর, ২০২২ বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী বন্ধু মেলার আয়োজন করে। ৪ ডিসেম্বর রবিবার ফুলবাড়ির খয়েরবাড়ী বাজারের খয়েরবাড়ী খেলার মাঠে বন্ধুমেলা-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মেলাটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

বন্ধুমেলায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) এজিএম গোলাম কিবরিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমিনুল হক সরকার, সাবেক অধ্যক্ষ, ফুলবাড়ি সরকারি কলেজ, দিনাজপুর ও সাবেক সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ হাসিনা পারভীন, সদস্য, জেলা পরিষদ (ফুলবাড়ি, পার্বতীপুর) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, ফুলবাড়ি, দিনাজপুর।

জনাব কৃষিবিদ বিভূতিভূষণ সরকার, সাবেক অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল,

জনাব মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ি, দিনাজপুর।

জনাব রুম্মান আক্তার উপজেলা কৃষি অফিসার, ফুলবাড়ি, দিনাজপুর।

সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক, চেয়ারম্যান ৫ নং খয়েরবারি ইউনিয়ন পরিষদ, ফুলবাড়ি, দিনাজপুর।

কাজী নজরুল ইসলাম রচিত ‘বউয়ের বিয়ের’ নাটক মঞ্চায়ন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার একটি স্টলে কাজী নজরুল ইসলাম রচিত বই ৫০ শতাংশ ছাড়ে বিক্রয় করা হয়। এছাড়াও বীজ, চারা বিক্রয়কারী প্রতিষ্ঠান মেলায় তাদের স্টলে বীজ ও চারা বিক্রি ও প্রদর্শন করে এবং বন্ধুচুলায় খাবার রান্না করে তা প্রদর্শন ও বিক্রয় করা হয়। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া দু’দিন ব্যাপী এ বন্ধুমেলা ৫ ডিসেম্বর, সোমবার সমাপ্তি ঘোষণা করা হয়।