গাজীপুরের কাপাসিয়ায় তিন দিনব্যাপী বন্ধু মেলা

09 January 2023

গাজীপুরের কাপাসিয়ায় তিন দিনব্যাপী বন্ধু মেলা

গত ৯-১১ জানুয়ারি ২০২৩, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর আয়োজনে গাজীপুরের কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খালেদ খুররম বাড়ির মাঠ, বানার হাওলা, কাপাসিয়া, গাজীপুরে তিন দিনব্যাপী বন্ধু মেলা অনুষ্ঠিত হয়।

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১ম দিন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সিমিন হোসেন রিমি, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর প্রোগ্রাম ম্যানেজার ও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র সভাপতি জনাব ড. ইঞ্জি. খালেকুজ্জামান।

মেলার প্রথম দিনে আয়োজন ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার। এছাড়াও ছিল বাঁশরী নিবেদিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী সিদ্ধার্থ গোলদার, রুমা হোসেন, জাবুল ইসলাম প্রমুখ। প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও নজরুল-অনুরাগী টিটো মুন্সি কাজী নজরুল ইসলামের কালজয়ী বিখ্যাত কবিতা “বিদ্রোহী” আবৃত্তি করেন। বাঁশরীর আবৃত্তিশিল্পী আসমা উল হুসনা মনিকা কবি নজরুলের “সাম্যবাদী” কবিতা আবৃত্তি করেন । বাঁশরীর শিল্পীগণ সমবেত কণ্ঠে কবি নজরুলের অনবদ্য সম্প্রীতিধর্মী গান “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” পরিবেশন করেন। উক্ত গানের সাথে উপস্থিত দর্শক-শ্রোতাগণ শিল্পীদের সাথে গলা মেলান। এরপর প্রদর্শন করা হয় ডকুফিল্ম রাজবন্দীর জবানবন্দী।

মেলার দ্বিতীয় দিন ১০শে জানুয়ারি মঙ্গলবার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন ছিল। বাঁশরী লেটো দল কবি নজরুল রচিত লেটো নাটক ‘চাষার সঙ’ এবং ‘পুরাতন বলদ নতুন বউ’ পরিবেশন করেন। এরপর বাঁশরীর নিবেদনে নজরুল সঙ্গীত পরিবেশিত হয়। বাঁশরী লেটো দলের পরিবেশনায় মঞ্চায়িত হয় কবি নজরুল রচিত লেটো নাটক ‘স্বামী স্ত্রীর ঝগড়া’।

বন্ধু মেলার সমাপনী দিনে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণে কাবাডি খেলার  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বাঁশরী লেটো দলের পরিবেশনায় কবি নজরুল রচিত লেটো নাটক ‘চাষার সঙ’ মঞ্চস্থ করা হয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নজরুল সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নজরুল সঙ্গীত। এইদিন সর্বশেষ পরিবেশনা হিসেবে ছিল লেটো দলের অভিনীত নাটক ‘বউয়ের বিয়ে’। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র ছাড়াও উল্লেখযোগ্যসংখ্যক উদ্যোক্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল- আমরাইদ এগ্রো নার্সারি, সাগর নার্সারি, রুপক মৃৎ শিল্প, আলম স্যানিটারি,  সিনজেন্টা, মুক্তিযোদ্ধা পিঠাঘর, চানমিয়া পিঠাঘর, কৃষি একক উদ্যোক্তা, মৌরি এন্টারপ্রাইজ, যুব নারী হস্তশিল্প, যুব কর্নার, চেরি বুটিক হাউজ, নারীর সাজ হস্তশিল্প, কারুপল্লী, টাইমস ইন্টারন্যাশনাল, নারীর উন্নয়ন হাতে কাজ প্রভৃতি অংশগ্রহণ করে।

১১/০১/২০২৩ তারিখে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধু মেলার সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মোঃ মাজহারুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কাপাসিয়া উপজেলা শাখা; জনাব কৃষিবিদ বিভূতিভূষণ সরকার, কো অর্ডিনেটর, জলবায়ুবান্ধব কৃষি প্রকল্প, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু); জনাব আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান, কাপাসিয়া উপজেলা পরিষদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ; জনাব মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কাপাসিয়া উপজেলা শাখা; জনাব মোঃ আব্দুল হালিম খোকন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কাপাসিয়া ইউনিয়ন শাখা;  জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কাপাসিয়া ইউনিয়ন শাখা; জনাব রাজীব ঘোষ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কাপাসিয়া উপজেলা শাখা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন জনাব ড. অনিমেষ কুমার সরকার প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এবং সভাপতিত্ব করেন জনাব সাখাওয়াত হোসেন প্রধান, চেয়ারম্যান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কাপাসিয়া উপজেলা শাখা।