করোনা দুর্যোগে শিল্পীদের পাশে বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)

21 August 2023

করোনা দুর্যোগে শিল্পীদের পাশে বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)

কোভিড-১৯ অতিমারীর কারণে সারা বিশ্বের স্বাভাবিক জীবনযাত্রা যেখানে চরমভাবে ব্যাহত ও অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিলো যার প্রভাব থেকে বাংলাদেশও রক্ষা পায়নি । বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের ওপর কোভিড-১৯ এর ব্যাপক নেতিবাচক প্রভাব দৃশ্যমান। স্বাভাবিক সময়ে বাংলাদেশের শিল্পীগণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শোতে অংশগ্রহণ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শো স্থগিত হয়ে যাওয়াতে অনেক শিল্পীর উপার্জনও বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে, এই শিল্পীগণ চরম অর্থনৈতিক সংকটের মুখে পতিত হন। তাদের এই দুরাবস্থায় শিল্পীগণ কারো মুখাপেক্ষীও হতে পারছিলেন না। বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের যাবতীয় কার্যক্রম আবর্তিত হয় সাহিত্য, সংস্কৃতি ও নজরুল, কণ্ঠশিল্পী এবং আবৃত্তি শিল্পীদের ঘিরেই। বাঁশরী সর্বদাই শিল্পীদের পাশে ছিল এবং করোনা দুর্যোগে শিল্পীদের এই দুরাবস্থায় এই সংগঠন তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। ২০২০ সালে শিল্পীদের সংগঠন ভয়েস অফ আর্টিস্ট এবং বাঁশরী যৌথভাবে সংকটাপন্ন ২০০ শিল্পীর পাশে দাঁড়ায়।