14 April 2024
বাঁশরী’র নববর্ষ উৎসব - ১৪৩১
বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে জাকির হোসেন রোড (খেলার মাঠ) এ “বাঁশরী’র নববর্ষ উৎসব” শীর্ষক ২ দিনব্যাপী একটি অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনের সহযোগিতায় ছিলো বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও মিডিয়া পার্টনার হিসেবে ছিল রেডিও দিন রাত ৯৩.৬।
পহেলা বৈশাখের পড়ন্ত বিকেলে তাপদাহের মধ্যে বাঁশরী’র নববর্ষ উৎসব এক পশলা বৃষ্টির মতই স্নিগ্ধতার পরশ এনে দিয়েছিল ঢাকার লালমাটিয়ার জাকির হোসেন সংলগ্ন মাঠে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে। সদ্য শেষ হওয়া ঈদের আবহ ও নববর্ষের আমেজে বাঁশরীর আয়োজনের সাথে যেন একাকার হয়ে গিয়েছিলো উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ। বাঁশরীর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় জাকির হোসেন মাঠে দু’দিন ব্যাপী এ নববর্ষ উৎসব সম্পন্ন হয় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে।
১লা বৈশাখে বিকেল ৩টায় উৎসবটির শুভ উদ্বোধন করা হয় বেলুন ওড়ানোর মাধ্যমে। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও সকলকে বাংলা নববর্ষ ১৪৩১ এর শুভেচ্ছা জানান। নজরুল সংগীত, নৃত্য, নৃত্যনাট্য, কাওয়ালি, লেটো নাটক “বউয়ের বিয়ে” প্রভৃতি পরিবেশনার মধ্য দিয়ে এ নববর্ষ উৎসবের মূলপর্ব ও প্রথম দিনের পরিবেশনা শুরু হয়।
বাঁশরীর শিল্পীগণ নজরুল রচিত ইসলামি সংগীত, কীর্তন আঙ্গিকের বিভিন্ন গান একক ও দলীয়ভাবে “জয় হোক জয় হোক”, “তোরা সব জয়ধ্বনি কর”, “দেখ আমিনা মায়ের কোলে”, “ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে দুনিয়ায়”, “বাজে মঞ্জুল মঞ্জির” “নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম”, তৃষিত আকাশে কাঁপে রে” প্রভৃতি সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠান ২য় দিনে ২য় পর্বে ছিল নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, কাওয়ালি, নৃত্যনাট্য ও লেটো নাটক।
কাওয়ালি দলের সদস্যরা পরিবেশন করে নজরুলের অনবদ্য ও মনোমুগ্ধকর কাওয়ালি সংগীত। মানস কুমার এর নেতৃত্বে ময়মনসিংহের নৃত্য সংগঠন “নৃত্যগ্রাফ” মঞ্চস্থ করে কবি কাজী নজরুল ইসলাম রচিত নৃত্যনাট্য “বনের বেদে” যা উপস্থিত দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ায়।
এরপর বাঁশরীর লেটো নাট্যদল পরিবেশন করে নজরুল রচিত রম্য লেটোনাটক “বউয়ের বিয়ে”।
সর্বশেষ নজরুল সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ নববর্ষ উৎসবের সমাপ্তি ঘটে।