বাঁশরীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালন (Bashori  Celebrates 125th Birth Anniversary of National Poet Kazi Nazrul Islam)

25 May 2024

বাঁশরীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালন (Bashori Celebrates 125th Birth Anniversary of National Poet Kazi Nazrul Islam)

১১ই জ্যৈষ্ঠ শনিবার (২৫শে মে ২০২৪) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র অর্ধদিবসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।


সকাল ৭টা ৩০ মিনিটে বাঁশরীর সদস্য, শিল্পী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কর্মীগণ কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপর সকাল ৯টায় কবি নজরুলের সমাধিসংলগ্ন মঞ্চে বাঁশরীর নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. লীনা তাপসী খান।


সকাল ১০টায় শুরু হয় নির্ধারিত আলোচনাসভা। এতে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক, নজরুলবোদ্ধা এবং বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর বাঁশরীর শিল্পী ও অতিথিশিল্পীগণ একক ও দলীয় নজরুল সংগীত পরিবেশন করেন। নজরুল রচিত কবিতা আবৃত্তির পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ করে শোনান অনেক আবৃত্তিশিল্পী।

এবারের নজরুলের জন্মবার্ষিকী আয়োজনে বাঁশরীর একজন বিশেষ অতিথি ছিলেন ওপার বাংলার কোলকাতা থেকে আগত নজরুল সংগীত শিল্পী সুমনা চট্টোপাধ্যায়। তিনি অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের বিমোহিত করে রাখেন। মধ্যাহ্ন ১টায় সমাপ্তি ঘটে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাঁশরীর আয়োজিত এ অনুষ্ঠানের।