শ্রীরামকৃষ্ণের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ২০২৪ - উপলক্ষে  ঢাকার রামকৃষ্ণ মিশনে বাঁশরীর ভক্তিমূলক সংগীত পরিবেশনা (Bashori Performed Devotional Songs  at the Ramkrishna Mission, Dhaka on the Occassion of 189th Birth Anniversary of  Shriramkrishna and Annual Festival 2024)

12 March 2024

শ্রীরামকৃষ্ণের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ২০২৪ - উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনে বাঁশরীর ভক্তিমূলক সংগীত পরিবেশনা (Bashori Performed Devotional Songs at the Ramkrishna Mission, Dhaka on the Occassion of 189th Birth Anniversary of Shriramkrishna and Annual Festival 2024)

“যত মত তত পথ, শিব জ্ঞানে জীব সেবা” এই মূলসুরে ঢাকার রামকৃষ্ণ মিশনে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের ১৮৯তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসূচীতে ছিল মঙ্গল আরতি, উষা কীর্তন, বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রীরামকৃষ্ণের গ্রন্থ থেকে পাঠ, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত, রামকৃষ্ণ লীলাগীতি, শিশুদের নৃত্যানুষ্ঠান।


বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র গত ১২ মার্চ ২০২৪ এ আয়োজনের প্রথম দিন কাজী নজরুল ইসলাম রচিত ভক্তিমূলক গান পরিবেশন করে। বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাস, গৌরী নন্দী, প্রিয়াঙ্কা পাল, সিদ্ধার্থ গোলদার, পরেশ পাল, তাপসী রায় নজরুলের ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন।


এ আয়োজনে বাঁশরীর পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশাপূর্ণা রায় তন্দ্রা। ভক্তিমূলক সংগীত পরিবেশনা শেষে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বাঁশরীর শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এর অধ্যক্ষ ও সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বাঁশরীকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন, বাঁশরীর পক্ষে এ শুভেচ্ছা স্মারক উপহার গ্রহণ করেন আশাপূর্ণা রায় তন্দ্রা। অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ তাঁর শুভেচ্ছা বক্তব্যে বাঁশরী ও এর সংশ্লিষ্ট শিল্পীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।