চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় নজরুল মেলা- ২০২৩ (Nazrul Fair 2023 Held in Karpashdanga, Chuadanga)

16 February 2023

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় নজরুল মেলা- ২০২৩ (Nazrul Fair 2023 Held in Karpashdanga, Chuadanga)

গত ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতি, শুক্র ও শনিবার (বাংলা ৩, ৪ ও ৫ ফাল্গুন ১৪২৯) কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণ কার্পাসডাঙ্গা, দামুড়হুদা, চুয়াডাঙ্গায় বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি পরিষদ এর আয়োজনে এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) সহযোগিতায় তিন দিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি শুরু হয় ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এবং শেষ হয় ১৮ ফেব্রুয়ারি ২০২৩। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজগার টগর।

১৬ই ফেব্রুয়ারি প্রথম দিনের কর্মসূচীর মধ্যে ছিল- সকাল ৯.৩০ মিনিটে কবি সমাবেশ উদ্বোধন ও কবির স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ। সকাল ১০.০০ মিনিটে নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইন কবি সংগঠনের অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুতোষ ছড়াকার জনাব লুৎফর রহমান রিটন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব ড. মোঃ হামিদুর রহমান। বিকাল ৪.০০ টায় নজরুল মেলা-২০২৩ উদ্বোধন ও আলোচনাপর্ব। আলোচনাপূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজগর টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; জনাব মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, দামুড়হুদা উপজেলা শাখা; জনাব কবি আতিক হেলাল, ছড়াকার ও বাংলা একাডেমির আজীবন সদস্য; জনাব কবি নজমুল হেলাল, সভাপতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ; জনাব মোঃ শফিক উর রহমান, সভাপতি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ; জনাব সরদার আল আমিন, সভাপতি, প্রেস ক্লাব, চুয়াডাঙ্গা ও সম্পাদক, দৈনিক মাথাভাঙ্গা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুন্সী আবু সাইফ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সমবেত কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তি।

স্বাগত বক্তব্য ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, সভাপতি, বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ। সভাপতিত্ব করেন অধ্যাপক এম এ গফুর, সভাপতি, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল প্রতিদিন কুইজ প্রতিযোগিতা, হা-ডু-ডু খেলা, দড়ি টানাটানি খেলা, পরিবেশবান্ধব বন্ধুচুলা প্রদর্শন, শিশুদের ঐতিহ্যবাহী নাগরদোলা।

১৬ই ফেব্রুয়ারি বিকেল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১ম দিনের কর্মসূচী শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬.০০ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী জনাব টিটো মুন্সী এবং নজরুল সংগীত পরিবেশন করেন বাঁশরী ও স্থানীয় শিল্পীবৃন্দ। নজরুল সংগীতের পর নাটক ‘রিক্তের বেদন’ মঞ্চস্থ করার মাধ্যমে ১ম দিনের কর্মসূচী সমাপ্ত হয়।

১৭ই ফেব্রুয়ারি সকাল ১০.০০ টায় হা-ডু-ডু খেলার মাধ্যমে ২য় দিনের কর্মসূচী শুরু হয়। এরপর দুপুর ২.০০টায় আয়োজিত হয় দড়ি টানাটানি খেলা। বিকাল ৪.০০ টায় আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম খান। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা উপজেলার চেয়ারম্যান জনাব আলী মনছুর বাবু; আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র, ঢাকার গবেষণা সচিব জনাব রফিক চৌধুরী; দামুরহুদা উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খলিলুর রহমান ভুট্টো; চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক জনাব রাজিব হাসান কচি; চুয়াডাঙ্গা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সদস্য সচিব ও সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী’র সভাপতি জনাব নজিব আহমেদ। প্রধান আলোচক হিসেবে আলোচনায় ছিলেন অগ্নিবীনা, ঘরামী ঘর, নড়াইল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট নজরুল গবেষক জনাব এইচ এম সিরাজ। স্বাগত বক্তব্য প্রদান করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ এর সভাপতি জনাব অধ্যাপক এম এ গফুর এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু), চুয়াডাঙ্গার জেলা ব্যবস্থাপক জনাব মোঃ আরব বিল্লাহ জোয়ারদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব রোকসানা মিতা, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা। এরপর সন্ধ্যা ৬.০০ টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা থেকে আগত শিল্পী ও স্থানীয় বিশিষ্ট শিল্পীগণ নজরুল সংগীত পরিবেশন করেন। সর্বশেষ পরিবেশনা হিসেবে ছিল নাটক ‘নীলকুঠি’।

নজরুল মেলার ৩য় দিনের কর্মসূচী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি সকাল ১০.০০টায় হা-ডু-ডু খেলা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। এরপর দুপুর ২.০০ টায় দড়ি টানাটানি খেলার ফাইনাল পর্ব ও বিকেল ৪.০০টায় অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরষ্কার বিতরণ পর্ব। আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান মঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বিএমএ, চুয়াদাঙ্গার সভাপতি ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জনাব ডাঃ মার্টিন হীরক চৌধুরী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল করিম; কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব নজির আহম্মেদ; এনটিভির জেলা প্রতিনিধি জনাব অ্যাড. রফিকুল ইসলাম; বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিত্যানুরাগী জনাব মোঃ আব্দুল মান্নান।

প্রধান আলোচক হিসেবে ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা’র বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সন্দিপন মল্লিক। স্বাগত বক্তব্য দেন নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘরের মালিক জনাব প্রকৃতি বিশ্বাস এবং শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র এজিএম জনাব মোঃ আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুল সংগীত পরিবেশন করেন স্থানীয় ও ঢাকা থেকে আগত  শিল্পীবৃন্দ। সবশেষ পরিবেশনা হিসেবে প্রদর্শন করা হয় ‘রাজবন্দীর জবানবন্দী’ ডকুফিল্ম।