প্রতি বাংলা মাসের প্রথম রবিবারে নজরুল আড্ডা (Nazrul Adda on Every First Sunday of Bangla Month)

30 January 2023

প্রতি বাংলা মাসের প্রথম রবিবারে নজরুল আড্ডা (Nazrul Adda on Every First Sunday of Bangla Month)

বাঁশরী ২০১৬ সাল থেকে “নজরুল আড্ডা” শীর্ষক মাসিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। প্রতি বাংলা মাসের প্রথম রবিবারে সন্ধ্যা ৬টায় নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। নজরুলের গান, কবিতা, প্রবন্ধ পাঠ, আলোচনা প্রভৃতি কার্যক্রম অন্তর্ভুক্তির মাধ্যমে 'নজরুল আড্ডা' একটি নিয়মিত আয়োজন। দেশের বিভিন্ন প্রথিতযশা শিল্পী, আবৃত্তিকার, নজরুল গবেষক, উদীয়মান শিল্পীসহ নজরুল-অনুরাগী দর্শক-শ্রোতাগণ এই নজরুল আড্ডার আসরে অংশগ্রহণ করে থাকেন।