05 April 2024
নজরুল রচিত 'আলেয়া' নাটকের কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে, ঢাকায় বাঁশরী রেপার্টরি থিয়েটারের পরিবেশনায় গত ৫ এপ্রিল ২০২৪ কাজী নজরুল ইসলাম অনবদ্য সৃষ্টি “আলেয়া” নাটকের কারিগরি মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। নাট্য ভাবনা ও পরিকল্পনায় রয়েছেন ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।
নাটকের কাহিনীতে নায়করূপে আবির্ভূত হয়েছে মীনকেত নামের চরিত্রটি। আর নায়িকা চরিত্রের নামটি হচ্ছে জয়ন্তী। রূপসুন্দর যৌবনের প্রতীক মীনকেত। অন্যদিকে আপন তেজশক্তিতে উজ্জ্বল এক নারী জয়ন্তী। সেই বাস্তবতায় রহস্যময় এই দুই নর-নারী জীবনের ঘটনাপ্রবাহকে উপজীব্য করে এগিয়ে যায় কাহিনী। প্রতীকী সেই কাহিনীতে গোলকধাঁধায় আবর্তিত হয় বাকি চরিত্রসমূহ। সকলেই যেন ছুটে চলে মরীচিকার পেছনে। সেখানে জয়ন্তীকে একান্তভাবে পেতে চায় দুই বিরোধী শক্তি। তারা হচ্ছে নারীর আদিম প্রবৃত্তিগুলোর প্রতীক উগ্রাদিত্য এবং নিখিল পুরুষের প্রতীক মীনকেত। এই ছন্দে মীনকেতের পৌরুষের আঘাতে উগ্রাদিত্যের পতন ঘটে। এভাবেই পরিসমাপ্তির দিকে এগিয়ে যায় কাহিনী।
নাটকটিকের বিভিন্ন নাট্যদলের মঞ্চশিল্পীরা অভিনয় করেছেন। মীনকেত চরিত্রে রূপ দিয়েছেন রমিজ রাজু। জয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা শামছি আরা সায়েকা। উগ্রাদিত্য চরিত্রে অভিনয় করেছেন দীপু মাহমুদ। অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন এ কে আজাদ সেতু, শারমীন সঞ্জিদা খানম, নাজনীন মোনালিসা, রাজিব রেজা, প্রজ্ঞা, সানজানা, চন্দ্রিমা দেওয়া, নাজমুল হুদা বাবু, ফখরুজ্জামান চৌধুরী, সফিউল আজম প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। পোশাক পরিকল্পনা করেছেন আইরিন পারভীন লোপা। এম আর ওয়াসেকের কোরিওগ্রাফিতে সংগীত পরিকল্পনা করেছেন পরিমল মজুমদার।
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আগামী ২৫ মে একই ভেন্যুতে প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী হবে।