
06 December 2024
গাজী টিভিতে “আমারে দেবনা ভুলিতে” অনুষ্ঠানের ২০০তম পর্ব সম্প্রচার উদযাপন (“Bashori and Gazi TV celebrate the broadcast of the 200th episode of ‘Amare Debona Bhulite.”)
২০২১ সালের ১৪ এপ্রিল গাজী টেলিভিশনে (GTV) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সংগীত ও কবিতা নিয়ে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত অনুষ্ঠান “আমারে দেবনা ভুলিতে” এর ১ম পর্ব অনুষ্ঠিত হয়। প্রখ্যাত ও জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরার কণ্ঠে গান ও বরেণ্য আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তি পরিবেশনা এবং বাঁশরীর প্রতিষ্ঠাতা-সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের আলোচনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভসূচনা ঘটে।
বাঁশরী “আমারে দেবনা ভুলিতে” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম রচিত সংগীত ও কবিতা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতে বাঁশরী বদ্ধপরিকর। সেই লক্ষের প্রতি অবিচল থেকে বাঁশরী বিভিন্ন নবীন ও প্রবীণ শিল্পীদের মাধ্যমে নজরুল রচিত গান ও কবিতা বিভিন্ন মাধ্যমে পরিবেশন করে যাচ্ছে। বাঁশরীর এ কার্যক্রমে সম্প্রচারসঙ্গী হিসেবে সাথে রয়েছে গাজী টিভি।
২০২৪ সালের ৬ ডিসেম্বর বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র এবং গাজী টিভির যুগল পথচলার মধ্য দিয়ে “আমারে দেবনা ভুলিতে” অনুষ্ঠান ২০০তম পর্ব সম্প্রচার করে। এ তাৎপর্যপূর্ণ মুহূর্তকে পূর্ণতা দিতে জিটিভি ও বাঁশরী এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষকে কেন্দ্র করে জিটিভির কার্যালয়ে স্মারক কেক কর্তনসহ নানা পদের খাবারের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, বাঁশরীর সদস্য ও শিল্পীবৃন্দ, “আমারে দেবনা ভুলিতে” অনুষ্ঠানের সঞ্চালক রেজাউদ্দিন স্টালিনসহ গাজী টিভির কর্মকর্তা ও কলাকুশলীগণ। “আমারে দেবনা ভুলিতে” অনুষ্ঠানটির ২০০তম পর্ব সম্প্রচারের স্মারক কেক কেটে ও নানা পদের খাবার পরিবেশনের মাধ্যমে সকলে আনন্দমুখর পরিবেশে “আমারে দেবনা ভুলিতে” এর ২০০তম পর্ব সম্প্রচারের দিনটি উদযাপন করে।