শারদীয় দুর্গোৎসব ১৪৩০ উপলক্ষে রাজশাহীতে  দুর্গা সংগীত

21 October 2023

শারদীয় দুর্গোৎসব ১৪৩০ উপলক্ষে রাজশাহীতে দুর্গা সংগীত

সব্যসাচী সংগীত রচয়িতা কাজী নজরুল ইসলামের রচিত সংগীত বৈচিত্রময়  এবং অভিনবত্বে পরিপূর্ণ। তাঁর সমৃদ্ধ সংগীত ভাণ্ডারে দুর্গা সংগীত একটি অনন্য সংযোজন। তবে প্রচারের অভাবে এগুলো সুপরিচিত নয়। বাঁশরী কবির রচিত স্বল্প পরিচিত এই দুর্গা সংগীত প্রচার ও চর্চার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শারদীয় দুর্গোৎসব ১৪৩০ উপলক্ষে গত ২১ অক্টোবর রাজশাহীর রাজশাহী ধর্মসভায় মহাসপ্তমীতে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র সহযোগিতায় শ্রী সঙ্গীতালয় ‘দুর্গা সংগীত’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে বাঁশরীর পক্ষ থেকে শ্রী সঙ্গীতালয় এবং এর প্রতিষ্ঠাতা সঙ্গীতজ্ঞ বিদুষী শ্রীমতি মঞ্জুশ্রী রায়কে বাঁশরীর প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান সম্মাননা স্মারক প্রদান করেন। মহাসপ্তমীতে আয়োজিত এ  অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শ্রী সঙ্গীতালয়ের শিল্পীবৃন্দ।