“কারার ঐ লৌহকপাট” গানে সুরবিকৃতির প্রতিবাদে বাঁশরী ও বন্ধু’র মানববন্ধন

14 November 2023

“কারার ঐ লৌহকপাট” গানে সুরবিকৃতির প্রতিবাদে বাঁশরী ও বন্ধু’র মানববন্ধন

সম্প্রতি ভারতের পিপ্পা সিনেমায় কাজী নজরুল ইসলাম রচিত “কারার ঐ লৌহকপাট” গানে সুরবিকৃতির অভিযোগে ১৪ নভেম্বর ২০২৩ বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে।

এতে বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কর্মীগণ মানববন্ধন ও র‍্যালিতে অংশগ্রহণ করে এবং বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে। এ মানববন্ধনে উপস্থিত অংশগ্রহণকারীরা ভারতের পিপ্পা সিনেমায় কাজী নজরুল ইসলাম রচিত “কারার ঐ লৌহকপাট” গানে ভারতের সুরকার এ আর রহমানের বিকৃত সুরারোপের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বিকৃত সুরটি প্রত্যাহার করে পুনরায় নজরুলের করা সুর ব্যবহারের দাবি জানান। মানববন্ধনের পর একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কার্যালয় থেকে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি ২৭ ও লালমাটিয়া মহিলা কলেজ হয়ে আবার বন্ধু’র কার্যালয়ের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।