বিশেষ নজরুল আড্ডা

30 August 2023

বিশেষ নজরুল আড্ডা

৩০শে আগস্ট ২০২৩, বুধবার সন্ধ্যা ৬টায় বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র একটি বিশেষ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র, ভারত শাখার সভাপতি দেবারতি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী জনাব টিটো মুন্সী, নজরুল গবেষক মাহবুবুল হকসহ শিল্পী রুমী আজনবী, গুলে ফেরদৌস লতা, সংগীতা পাল, ত্রিবেণী পান্না প্রমুখ। আড্ডায় সংগীতা পালের গান পরিবেশনের মধ্য দিয়ে আড্ডার কার্যক্রম শুরু হয়। অতিথি দেবারতি দত্তকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন শিল্পী ত্রিবেণী পান্না। আড্ডায় সংগীত পরিবেশন করেন দেবারতি দত্ত, গানের পাশাপাশি তিনি নজরুল ও বাঁশরী নিয়ে তাঁর ভাবনা আড্ডায় উপস্থিত দর্শক-শ্রোতাদের সাথে সহভাগিতা করেন। তাঁর সাথে আলোচনায় যোগ দেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জি. খালেকুজ্জামান। বাঁশরীর সাধারণ সম্পাদক জাকির হোসেন নজরুলকে নিয়ে বাঁশরীর কার্যক্রম তুলে ধরেন। এরপর একে একে সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী সংগীতা পাল, ত্রিবেণী পান্না, সিদ্ধার্থ গোলদার প্রমুখ।