টাঙ্গাইলের ঘারিন্দায় অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী বন্ধু মেলা

03 February 2023

টাঙ্গাইলের ঘারিন্দায় অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী বন্ধু মেলা

বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ বড়রিয়া, সুরুজ বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, ঘারিন্দা, টাঙ্গাইলে ৩ দিনব্যাপী বন্ধু মেলার আয়োজন করে। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) সহযোগী প্রতিষ্ঠান বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র।

১ম দিনের অনুষ্ঠানসূচি:

৩রা ফেব্রুয়ারি ২০২৩

মেলার শুভ উদ্বোধন: বিকাল ৩.৩০ টা

ঐতিহ্যবাহী লাঠি খেলা: বিকেল ৪.০০ টা

স্বাগত বক্তব্য: বিকেল ৪টা১৫ মিনিট

‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি: বিকেল ৪.৩০ মিনিট

আলোচনাসভা: বিকেল ৪টা ৪৫ মিনিট

নজরুল সংগীত: সন্ধ্যা ৬টা

ডকুফিল্ম ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রদর্শনী: রাত ৮টা

মেলার উদ্বোধনের পর ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) প্রোগ্রাম ম্যানেজার ও বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। এরপর অনুষ্ঠিত হয় বিদ্রোহী কবিতা আবৃত্তি, আবৃত্তি পরিচালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার জনাব টিটো মুন্সী। আবৃত্তির পর অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ সানোয়ার হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ জাহান আনসারী; জমির উদ্দিন, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল; কৃষিবিদ রুমানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা, টাঙ্গাইল; মোঃ ওয়ালিয়ার রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী, এলজিইডি, টাঙ্গাইল; মোঃ তোফায়েল আহমেদ, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, ঘারিন্দা, টাঙ্গাইল; বড়রিয়া সুরুজ বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ আওরঙ্গজেব ও বড়রিয়া সুরুজ বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের কমিটির সদস্যবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়রিয়া সুরুজ বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলহাজ্ব খন্দকার নাজিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য রাখেন। আলোচনাসভার পর বাঁশরী নিবেদিত কবি কাজী নজরুল ইসলাম রচিত নজরুল সংগীত অনুষ্ঠিত হয়। নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পীগণ। কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে প্রথম দিনের নির্ধারিত কর্মসূচি শেষ হয়।


মেলার ২য় দিনের অনুষ্ঠান অনুষ্ঠানসূচিঃ

৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতাঃ সকাল ১১টা

হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা বিকাল ৩.০০ টা

নজরুল সঙ্গীত পরিবেশনা দুপুর ২টা

নজরুলের নাটক ‘চাষার সং’ বিকেল ৫.০০টা

কুইজ প্রতিযোগিতা সন্ধ্যা ৬টা

নজরুলসংগীত সন্ধ্যা সাড়ে ৭টা

রম্য নাটক ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ রাত ৮টা

শিক্ষার্থীদের নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে। পরে নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাঁশরী লেটো দল। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা, উৎসাহ ও উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়। বাঁশরী লেটো নাট্যদল মঞ্চস্থ হয় নজরুলের নাটক ‘চাষার সং’। কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাঁশরী লেটো নাট্য দল পরিবেশন করে কাজী নজরুল ইসলামের লেখা রম্য নাটক ‘পুরনো বলদ নতুন বউ’। অনুষ্ঠিত হয় নজরুলসংগীত পরিবেশনা। বাঁশরীর লেটো গোষ্ঠীর রম্য নাটক ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মেলার ২য় দিনের অনুষ্ঠান।


মেলার ২য় দিনের অনুষ্ঠান অনুষ্ঠানসূচিঃ

৫ই ফেব্রুয়ারি ২০২৩

রবিবার নজরুল সঙ্গীত

কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা: সকাল ১১.০০ টা

নজরুল সঙ্গীত: দুপুর ২টা

হা-ডু-ডু খেলার চূড়ান্ত প্রতিযোগিতা: বিকাল ৩.০০ টা

পুরস্কার বিতরণী ও আলোচনা সভা: বিকাল ৪টা

কুইজ প্রতিযোগিতা: সন্ধ্যা ৭টা

নজরুল সঙ্গীত সন্ধ্যা: ৭.৩০ টা

শিক্ষার্থীদের নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয়। বাঁশরী লেটো দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নজরুল সঙ্গীত। হা-ডু-ডু খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ২য় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছিল নজরুল সঙ্গীত পরিবেশনা। কাজী নজরুল ইসলামের লেখা কমেডি নাটক ‘বউয়ের বিয়ে’ মঞ্চায়নের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী মেলা সফলভাবে শেষ হয়।