বাঁশরীর আয়োজনে বসন্ত উৎসব ২০২৪ (Bashori Arranged Basanta Utsav-2024)

02 March 2024

বাঁশরীর আয়োজনে বসন্ত উৎসব ২০২৪ (Bashori Arranged Basanta Utsav-2024)

১৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ/২ মার্চ ২০২৪ শনিবার বসন্তের বিকেলে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত রবীন্দ্র সরোবরে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে “বাঁশরী’র বসন্ত উৎসব" শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে বাঁশরী ও কয়েকটি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। উপস্থাপনায় ছিলেন আশাপূর্ণা রায় তন্দ্রা ও সজীব গাজী দিপু।


বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের শুভেচ্ছা বক্তব্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা ঘটে। এরপর সুদাম কুমার বিশ্বাসের নেতৃত্বে বাঁশরীর শিল্পীবৃন্দ পরিবেশন করেন বাঁশরীর উদ্বোধনী সংগীত জয় হোক, জয় হোক”।

এরপর সিদ্ধার্থ গোলদারের নেতৃত্বে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কর্মীদের সাংস্কৃতিক দল পরিবেশন করে কবি কাজী নজরুল ইসলাম রচিত "মনের রঙ লেগেছে" গানটি। ফারহানা তৃণার নেতৃত্বে আবৃত্তি সংগঠন কাব্য কুহুক উপস্থাপন করে বৃন্ত আবৃত্তি।


রিপন মেহবুবের নেতৃত্বে দলীয় ও একক সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন সাভারের সুর লহরী সংগীত একাডেমির শিল্পীবৃন্দ। জেসমিন বন্যার নেতৃত্বে আবৃত্তি সংগঠন “স্বনাধীতি” পরিবেশন করে বৃন্ত আবৃত্তি।

শিল্পী সুদাম কুমার বিশ্বাস এর নেতৃত্বে সমবেত কণ্ঠে “এল ফুলের মরশুম”, “আলগা করো গো খোঁপার বাঁধন”, “আজকে শাদী বাদশাজাদি” গেয়ে শোনান বাঁশরী’র শিল্পীবৃন্দ।


শিল্পী সুদাম কুমার বিশ্বাস একক কণ্ঠে পরিবেশন করেন “একটু খানি দাও অবসর”। সিদ্ধার্থ গোলদারের “ব্রজগোপী খেলে হরি” গানের সাথে নৃত্য পরিবেশন করে পৃথুলা দত্ত প্রজ্ঞা। এরপর ভারত থেকে আগত আবৃত্তিশিল্পী দেবনিষ্ঠা জানার কণ্ঠে নজরুলের কবিতা আবৃত্তি, বন্ধু'র কর্মী সুস্মিতা হাজং এর “হলুদ গাঁদার ফুল” গানের সঙ্গে একক নৃত্য, মানস কুমার এর নেতৃত্বে ময়মনসিংহের নৃত্য সংগঠন “নৃত্যগ্রাফ” মঞ্চস্থ করে নৃত্যনাট্য “বনের বেদে” যা উপস্থিত দর্শকদের মাঝে মুগ্ধতার রেশ ছড়ায়। বৃন্ত আবৃত্তিতে অংশগ্রহণ করেন আশাপূর্ণা রায় তন্দ্রা, নওশীন অমি ও পৃথুলা দত্ত প্রজ্ঞা।

 

বন্ধু'র কর্মী জাকির হোসেন, রমজান আলী ও পার্থ সারথি বিশ্বাস মৌ উপস্থাপন করেন লেটো নাটিকা “বউয়ের তাড়া”। এ উৎসবের সর্বশেষ পরিবেশনা ছিলো শিল্পী জাবুল ইসলামের নেতৃত্বে বাঁশরী’র শিল্পীবৃন্দের কাওয়ালি গান। কাওয়ালি গানের প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি ঘটে।

সবার দেখার সুবিধার্থে এ উৎসব ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়। লাইভটি দেখতে এখানে ক্লিক করুন। ১ম অংশ।  ২য় অংশ।