
02 March 2024
বসন্ত উৎসব ২০২৪
১৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ/২ মার্চ ২০২৪ শনিবার বসন্তের বিকেলে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত রবীন্দ্র সরোবরে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে “বাঁশরী’র বসন্ত উৎসব" শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে বাঁশরী ও কয়েকটি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। উপস্থাপনায় ছিলেন আশাপূর্ণা রায় তন্দ্রা ও সজীব গাজী দিপু।
বাঁশরী - একটি নজরুল চর্চা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের শুভেচ্ছা বক্তব্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা ঘটে। এরপর সুদাম কুমার বিশ্বাসের নেতৃত্বে বাঁশরীর শিল্পীবৃন্দ পরিবেশন করেন বাঁশরীর উদ্বোধনী সংগীত “জয় হোক, জয় হোক”।
এরপর সিদ্ধার্থ গোলদারের নেতৃত্বে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কর্মীদের সাংস্কৃতিক দল পরিবেশন করে কবি কাজী নজরুল ইসলাম রচিত "মনের রঙ লেগেছে" গানটি। ফারহানা তৃণার নেতৃত্বে আবৃত্তি সংগঠন কাব্য কুহুক উপস্থাপন করে বৃন্ত আবৃত্তি।