নজরুল আড্ডা

18 February 2024

নজরুল আড্ডা

১৮ই ফেব্রুয়ারি ২০২৪ বাংলা মাসের প্রথম রবিবার সন্ধ্যা ৬টায় নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে বাঁশরীর নিয়মিত সংগীতশিল্পী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)’র কর্মী, নজরুল অনুরাগী দর্শক-শ্রোতা, নজরুলবোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এ আড্ডার বিশেষ আকর্ষণ ছিল কোলকাতা থেকে আগত নজরুল অনুরাগী অতিথিদের আড্ডায় অংশগ্রহণ এবং সংগীত পরিবেশন।

অনুষ্ঠানের শুরুতে বসন্ত উপলক্ষে কাজী নজরুল ইসলামের “ফুল ফাগুনের এলো মরশুম” সংগীত পরিবেশন করেন সঙ্গীতা পাল। এরপর বাঁশরী লেটো দল নজরুল রচিত লেটো গান পরিবেশন করে। লেটো দল একে একে “রব না কৈলাশপুরে, আই অ্যাম ক্যালকাটা গোয়িং”, “দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে! আমি একলা ঘাটে কুলবধু, কেন তুমি এলে?” “আমরা যে ভাই ইদুর মারা, ইদুরের দল সব জানে” পরিবেশন করে। এরপর বাঁশরীর শিল্পী গুলে ফেরদৌস লতা “বসন্ত এলো এলো এলোরে” গানটি শুনিয়ে সবাইকে মুগ্ধ করেন।

অনুষ্ঠান চলাকালীন আড্ডায় উপস্থিত হন কলকাতার অতিথি ও শিল্পীগণ। তাদের ফুল দিয়ে বরণ করে নেয় বাঁশরীর সদস্যরা। তারপর শিল্পী সুদাম কুমার বিশ্বাস কবি নজরুল ইসলাম রচিত “আনন্দ রে আনন্দ” গানটি পরিবেশন করেন। কলকাতার অতিথি শিল্পীদের মনোজ্ঞ নজরুল সংগীত পরিবেশনা আড্ডায় উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে মুগ্ধতার রেশ ছড়িয়ে দেয়।

বাঁশরীর শিল্পী হৃদয় খানের কণ্ঠে উপস্থিত দর্শক শ্রোতা মুগ্ধতার সাথে উপভোগ করে নজরুলের আরেকটি অসাধারণ সংগীত “পলাশ-মঞ্জরি পরায়ে দে লো মঞ্জুলিকা”। এরপর বাঁশরীর শিল্পী ও দর্শক-শ্রোতাগণ সমস্বরে “আজকে শাদি বাদশাজাদীর” গেয়ে ওঠেন যা ছিলো আসরের সর্বশেষ পরিবেশনা। এই পরিবেশনার মধ্য দিয়ে নজরুল আড্ডার সমাপ্তি ঘটে।