নজরুলের রচনাবলি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ

নজরুলের রচনাবলি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ

কাজী নজরুল ইসলাম রচিত বই ঢাকার ধানমন্ডিতে অবস্থিত নজরুল ইন্সটিটিউট-এর কবি ভবন, কুমিল্লা কেন্দ্র, ত্রিশাল কেন্দ্র এবং কবির সমাধি প্রাঙ্গণে প্রতিষ্ঠিত পুস্তক বিক্রয় কেন্দ্র ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। নজরুল রচিত পুস্তকের সংকট ও সহজলভ্য না হওয়ার কারণে মানুষ তা পড়তে পারে না। আর এজন্যই নজরুলের চিন্তা-চেতনা তাদের অজানা। ফলশ্রুতিতে, মানুষ ক্রমেই বিভেদ, হিংসা ও উগ্রতার বেড়াজালে জড়িয়ে পড়ছে। 

এই বিষয়টি বিবেচনায় নিয়ে বাঁশরী নজরুল ইন্সটিটিউটের ছাপানো বই সারা দেশের বইয়ের দোকানে সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও বাঁশরী ৫০% ছাড়ে নজরুল ইন্সটিটিউট কর্তৃক রচিত বই সরবরাহ করে থাকে। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র কর্তৃক আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুমেলা, নজরুল উৎসব এবং পানি উৎসবে নজরুল রচিত গ্রন্থ প্রচার ও প্রসারের জন্য ৫০ শতাংশ ছাড়ে সরবরাহ করে থাকে। 


পূর্ববর্তী