নজরুলের রচনাবলি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ
নজরুল রচনাবলি নজরুল ইন্সটিটিউটের কেন্দ্র ছাড়া অন্য কোথাও সহজলভ্য নয়। এ কারণে কেউ চাইলেও নজরুলের লেখা সংগ্রহ করতে ও পড়তে পারেন না। বাঁশরী নজরুল ইন্সটিটিউটের ছাপানো বই সারা দেশের বইয়ের দোকানে সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও বাঁশরী ৫০% ছাড়ে নজরুল ইন্সটিটিউট কর্তৃক রচিত বই সরবরাহ করে থাকে। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র কর্তৃক আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুমেলা, নজরুল উৎসব এবং পানি উৎসবে নজরুল রচিত বই প্রচার ও প্রসারের জন্য ৫০ শতাংশ ছাড়ে সরবরাহ করে থাকে।